Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: nusratjahan on July 22, 2018, 06:04:14 PM

Title: স্মৃতিতে ‘প্রভাব ফেলতে পারে’ মোবাইল বিকিরণ
Post by: nusratjahan on July 22, 2018, 06:04:14 PM
মোবাইল ফোনের বিকিরণ কিশোর কিশোরীদের স্মৃতিতে প্রভাব ফেলতে পারে, এমন তথ্যই উঠে এসেছে নতুন এক গবেষণায়।

মোবাইল ফোনের বিকিরণ (আরএফ-ইএমএফ - বিদ্যুতচৌম্বকীয় ক্ষেত্র ও বেতার তরঙ্গ) ও কিশোর কিশোরীদের স্মৃতিশক্তি নিয়ে গবেষণা চালিয়েছেন সুইস ট্রপিকাল অ্যান্ড পাবলিক হেলথ ইনস্টিটিউট-এর গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, এক বছরের কিছুটা বেশি সময়ের মধ্যেই তরুণ তরুণীদের স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে স্মার্টফোনের বিকিরণ-- খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।

দলটির গবেষক মার্টিন রুজলি বলে, “এর থেকে ধারণা করা যেতে মস্তিষ্কের শোষণ করা আরএফ-ইএমএফ এমন প্রভাবের কারণ।”

এক বছর ধরে চলা এই গবেষণায়  ১২ থেকে ১৭ বছর বয়সের ৭০০ কিশোর-কিশোরীকে নেওয়া হয়েছে। স্মার্টফোনের বিকিরণ তাদের স্মৃতিতে কোনো প্রভাব ফেলছে কিনা তা দেখা হয়েছে এই গবেষণায়।

ফলাফলে উঠে এসেছে কানে মোবাইল ফোন ধরে কথা বলে সময় পার করলে তাদের স্মৃতিশক্তিতে প্রভাব পড়ছে। তবে, স্মার্টফোনে বার্তা আদান প্রদান বা গেইম খেলায় স্মৃতিশক্তিতে প্রভাব পড়ে না বলে জানানো হয়েছে।

গবেষকরা আরও জানিয়েছেন, স্মৃতিশক্তিতে প্রভাব ফেলার ক্ষেত্রে অন্যান্য বিষয় ভূমিকা রাখছে কিনা তা নিয়ে আরও গবেষণা করতে হবে।

প্রযুক্তি ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Title: Re: স্মৃতিতে ‘প্রভাব ফেলতে পারে’ মোবাইল বিকিরণ
Post by: Dewan Mamun Raza on July 23, 2018, 12:03:19 AM
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।। এত মুল্যবান তথ্য দেওয়ার জন্য ।।
Title: Re: স্মৃতিতে ‘প্রভাব ফেলতে পারে’ মোবাইল বিকিরণ
Post by: tokiyeasir on July 23, 2018, 09:14:09 AM
Thanks for sharing
Title: Re: স্মৃতিতে ‘প্রভাব ফেলতে পারে’ মোবাইল বিকিরণ
Post by: refath on July 25, 2018, 05:32:48 PM
Thank you for sharing.
Title: Re: স্মৃতিতে ‘প্রভাব ফেলতে পারে’ মোবাইল বিকিরণ
Post by: parvez.te on July 30, 2018, 04:56:22 PM
Very good....
Title: Re: স্মৃতিতে ‘প্রভাব ফেলতে পারে’ মোবাইল বিকিরণ
Post by: Nusrat Jahan Bristy on August 01, 2018, 02:12:16 PM
Thanks..
Title: Re: স্মৃতিতে ‘প্রভাব ফেলতে পারে’ মোবাইল বিকিরণ
Post by: Itisha Nowrin on August 04, 2018, 05:30:09 PM
thanks for sharing