Daffodil International University
IT Help Desk => Internet => Topic started by: Mrs.Anjuara Khanom on July 23, 2018, 10:54:16 AM
-
আইফোন ব্যবহারকারীদের ভাব প্রকাশে যুক্ত হচ্ছে আরও ৭০ টি নতুন ইমোজি। নতুন এসব ইমোজির মাধ্যমে কোঁকরা চুল, লাল চুলের আইফোন ব্যবহারকারীরা এখন নিজেকে তুলে ধরতে পারবেন।
বর্তমানে প্রচলিত ইমোজিগুলোতে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করাদের জন্য পর্যাপ্ত ইমোজি নেই। তবে তাদের জন্য আসছে বছরে নতুন ইমোজি আসছে আইফোনে।
যারা স্বাস্থ্যকর খাবার ভালোবাসেন, ভেজিটেরিয়ান তাদের জন্য রয়েছে কয়েকপদের খাবারের ইমোজি। আছে আম, লেটুসপাতা এমনকি কাপ কেকের ইমোজিও। থাকছে শখের পোষা প্রাণীর ইমোজিও।
‘ওয়াল্ড ইমোজি ডে’ -তে আইফোন ব্যবহারকারীদের জন্য অনুভূতি প্রকাশক বিশাল এই সম্ভার আগামী বছরই আসছে বলে জানিয়েছেন ওয়ার্ল্ড ইমোজি ডে’র প্রবক্তা জেরেমি বার্গ।
বিডি-প্রতিদিন/