Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: nusratjahan on July 26, 2018, 09:55:42 AM

Title: কৃত্রিম আলোয় ‘হারিয়ে যাচ্ছে’ রাত
Post by: nusratjahan on July 26, 2018, 09:55:42 AM
রাতের পৃথিবীর ছবি নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে কৃত্রিম আলো ও এর উজ্জ্বলতার পরিমাণ দিন দিন বাড়ছে।
কেবল ২০১২ থেকে ২০১৬-র মধ্যেই ঘরের বাইরে কৃত্রিম আলোর ব্যবহার প্রতি বছর ২ শতাংশ হারে বেড়েছে।

বিজ্ঞানীরা বলছেন, এলইডি ও ফ্লুরোসেন্ট বাতির অতি ব্যবহারে অনেক দেশ থেকেই ‘রাত হারিয়ে যাচ্ছে’। এর ফলে ‘উদ্ভিদ, প্রাণী ও মানুষের জীবন ধারণে’ নেতিবাচক প্রভাব পড়ছে বলেও সতর্ক করেছেন তারা।

যুক্তরাষ্ট্রের সাময়িকী সায়েন্স অ্যাডভান্সে গবেষণাটি প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

রাতের আলোর উজ্জ্বলতা মাপতে বিশেষভাবে বানানো নাসার স্যাটেলাইট রেডিওমিটারের সাহায্যে এ গবেষণা করা হয়েছে।

বিভিন্ন দেশে রাতের উজ্জ্বলতার হারে তারতম্য দেখা গেছে বলেও গবেষণায় জানানো হয়েছে। ‘উজ্জ্বল রাতের’ জন্য বিশেষভাবে পরিচিত যুক্তরাষ্ট্র ও স্পেনে গড়পড়তা একইরকম থাকলেও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে কৃত্রিম আলোর ব্যবহার ও এর উজ্জ্বলতার পরিমাণ বাড়ছে।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোতে রাতের উজ্জ্বলতার পরিমাণ কমে এসেছে।

স্যাটেলাইটের ছবিতে ঝকমকে উপকূল ও মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা শহরগুলোতে রাতের আলো চমৎকার দেখালেও বিজ্ঞানীরা বলছেন, এই প্রবণতা মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
বিজ্ঞানীরা বলছেন, শহর এলাকাগুলোতে রাতে অল্প আলোক ক্ষমতার বাতি জ্বালিয়ে দৃষ্টিসীমার ক্ষতি মোকাবেলা করা সম্ভব।
Title: Re: কৃত্রিম আলোয় ‘হারিয়ে যাচ্ছে’ রাত
Post by: parvez.te on July 30, 2018, 04:55:37 PM
Very good....
Title: Re: কৃত্রিম আলোয় ‘হারিয়ে যাচ্ছে’ রাত
Post by: Itisha Nowrin on August 04, 2018, 05:29:39 PM
thanks for sharing
Title: Re: কৃত্রিম আলোয় ‘হারিয়ে যাচ্ছে’ রাত
Post by: rakib.cse on August 04, 2018, 10:32:50 PM
Indeed ...  :) :)
Title: Re: কৃত্রিম আলোয় ‘হারিয়ে যাচ্ছে’ রাত
Post by: Mousumi Rahaman on August 14, 2018, 12:23:51 PM
 :(
Title: Re: কৃত্রিম আলোয় ‘হারিয়ে যাচ্ছে’ রাত
Post by: refath on August 14, 2018, 04:56:10 PM
Thank you for sharing.
Title: Re: কৃত্রিম আলোয় ‘হারিয়ে যাচ্ছে’ রাত
Post by: Nusrat Jahan Bristy on August 26, 2018, 10:35:20 AM
 :)