Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Nusrat Jahan Bristy on August 08, 2018, 09:37:10 AM

Title: রাস্তায় নিরাপদ থাকতে যা করবেন
Post by: Nusrat Jahan Bristy on August 08, 2018, 09:37:10 AM
প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে অনেক মানুষ।দেশের রাস্তাগুলো যেন মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ঝরে যায় কতো প্রাণ। তবে একটু সচেতন থাকলে এবং কিছু ব্যাপার খেয়াল রাখলে ঠেকানো যেতে পারে সড়ক দুর্ঘটনা।

রাস্তায় বের হলে নিরাপদে আবার ঘরে ফিরতে পারবো, এই আশাও করতে পারিনা আমরা। রাস্তায় চলাচলের কিছু নিয়ম রয়েছে যা মেনে চললে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমানো সম্ভব।


 
রাস্তায় চলার সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে।

১. রাস্তা পার হওয়ার সময় গাড়ি দেখে পার হবেন।

২. ফোনে কথা বলবেন না।

৩. জেব্রা ক্রসিং ব্যবহার করুন।

৪. ফুটওভারব্রিজ ব্যবহার করুন।

৫. জেব্রা ক্রসিং না থাকলে সামনে-পেছনে, ডানে-বাঁয়ে দেখে পার হোন।

৬. রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণের লাইটের সংকেত দেখে নিতে হবে।

৭. লাল বাতি মানে থামুন, হলুদ বাতিতে তৈরি হও, সবুজে সামনে চলতে শুরু করতে হবে।

৮. পাবলিক বাসে ওঠা ও নামার সময় সতর্ক থাকুন।

৯. আমাদের দেশে গাড়িগুলো সাধারণত রাস্তার বাম দিক দিয়ে চলে তাই ডানপাশ দিয়ে হাঁটুন।

১০. বাইক চালানোর সময় ফুটপাতে ওঠাবেননা।

১১. গাড়ি চালানোর সময় অবশ্যই খেয়াল রাখুন, সর্তক থাকুন।
রাস্তায় নিরাপদে থাকতে, ট্রাফিক আইন মেনে চলুন।
Title: Re: রাস্তায় নিরাপদ থাকতে যা করবেন
Post by: Mousumi Rahaman on August 14, 2018, 12:23:24 PM
thanks :)