Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Nusrat Jahan Bristy on August 08, 2018, 09:45:40 AM

Title: ৮০ মিলিয়নের বেশি পণ্য নিয়ে শপহুডসের যাত্রা শুরু
Post by: Nusrat Jahan Bristy on August 08, 2018, 09:45:40 AM
চীন থেকে আমদানিকৃত পণ্য সরাসরি হোম ডেলিভারি দিতে বাংলাদেশে শপহুডসের যাত্রা শুরু হলো। পছন্দসই মান সম্মত ৮০ মিলিয়নের বেশি প্রোডাক্ট এখন পাওয়া যাবে শপহুডস স্টোরে।

চাইনিজ ম্যানুফেকচারার থেকে নিত্য প্রয়োজনীয় যেকোনো জিনিস আনাতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ট্যাক্স, কাস্টম প্রোসেস সঙ্গে নানাবিধ প্রোডাক্ট ডেলিভারি জনিত সমস্যা।


 
এসব কিছুর দায়ভার কাঁধে নিয়ে কাংখিত পণ্য সরাসরি ঢাকায় পৌঁছে দিবে শপহুডস। ঠিকানা অনুযায়ী তা পৌঁছে যাবে বাসা পর্যন্তও।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শপহুডসের ওয়েবসাইট থেকে প্রোডাক্টের রিভিউ দেখে অর্ডার দেয়ার সুবিধা আছে। যাতে আপনি আসলেই কোন প্রোডাক্টটি পেতে যাচ্ছেন তার একটা পরিস্কার ধারণা পান।

শপহুডস আপনাকে হুবহু সেই প্রোডাক্টটি দিবে যেটি দেখে আপনি অর্ডার কনফার্ম করবেন।

নির্ভেজাল কেনাকাটার জন্য শপহুডসের আছে সহজ প্যামেন্টের সুবিধা। সুবিধাজনক মাধ্যম ব্যবহার করে সহজেই পরিশোধ করা যাবে দাম আর তারপর সময় মত পৌঁছে যাবে আপনার পণ্য দ্রুততম সময়ে।

আপনার জামাকাপড় থেকে শুরু করে প্রতিদিন ব্যবহার্য ইলেকট্রনিক পণ্য পর্যন্ত নিশ্চিন্তে অর্ডার দিতে শপহুডস দিচ্ছে ভালো মানের নিশ্চয়তা।

বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র যা এখন বেশি দামে কিনতে হচ্ছে তা এখন সরাসরি ম্যানুফেকচারারের কাছ থেকে এনে দিবে শপহুডস।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে www.shophoods.com এই ঠিকানায়।