Daffodil International University

Faculty of Science and Information Technology => Recent Technologies and Trends in Software Engineering => Software Engineering => Blockchain => Topic started by: nafees_research on August 08, 2018, 10:37:03 PM

Title: ক্যারিয়ার ব্লকচেইন স্টাডি গ্রুপে এশিয়ার ছয় সেলফোন অপারেটর
Post by: nafees_research on August 08, 2018, 10:37:03 PM
ক্যারিয়ার ব্লকচেইন স্টাডি গ্রুপে এশিয়ার ছয় সেলফোন অপারেটর

সম্প্রতি আসিয়ানভুক্ত ও দক্ষিণ এশিয়ার ছয়টি সেলফোন অপারেটর ক্যারিয়ার ব্লকচেইন স্টাডি গ্রুপ (সিবিএসজি) -এর সাথে সংযুক্ত হয়েছে। সিবিএসজি মূলত সেলফোন অপারেটরদের একটি বৈশ্বিক ব্লকচেইন সংগঠন। ভবিষ্যৎ প্রজন্মের ক্রস-ক্যারিয়ার ব্লকচেইন প্লাটফর্ম ও ইকোসিস্টেম গড়ে তুলতে এসব সেলফোন অপারেটরগুলো সংগঠনটিতে যোগ দিয়েছে।

ক্যারিয়ার ব্লকচেইন স্টাডি গ্রুপের নতুন সদস্যরা হচ্ছে ফিলিপাইনভিত্তিক পিএলডিটি, মালেয়শিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ, ইন্দোনেশিয়ার পিটি, ভিয়েতনামের ভিয়েটেল টেলিকম কর্পোরেশন, কুয়েতের জেইন গ্রুপ এবং তুরস্কের টার্কসেল।

বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি হল অভিনব পদ্ধতিতে উদ্ভাবিত ব্লকচেইন। সিবিএসজি তাদের সদস্যরা এসব অপারেটরের গ্রাহকদের বিভিন্ন সেবা দিতে ব্লকচেইন পদ্ধতি ব্যবহার করতে চাচ্ছে। তাদের বিভিন্ন সেবার মধ্যে আছে ডিজিটাল পেমেন্ট, পারসোনাল অথেনটিকেশন, ইন্টারনেট অব থিংস বা আইওটি অ্যাপ্লিকেশন।

সিবিএসজি প্রতিষ্ঠিত হয়েছে ২০১৭ সালের সেপ্টেম্বরে। সংগঠনটি পরবর্তী প্রজন্মের বৈশ্বিক ক্রস-ক্যারিয়ার ব্লকচেইন প্লাটফর্ম ও ইকোসিস্টেম গড়ে তোলার উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছিল। এর প্রতিষ্ঠাতা সদস্যসমূহ হচ্ছে ইংল্যান্ডের টিবিএসএ সফট ও স্প্রিন্ট কর্পোরেশন, তাইওয়ানের ফার ইএস টোন টেলিকমিউনিকেশন্স এবং জাপানের সফটব্যাংক। পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার এলজি আপলাস ও কেটি কর্পোরেশন এবং সংযুক্ত আরব আমিরাতের ইতিসালাত টেলিকমিউনিকেশন কর্পোরেশন।

সিবিএসজি-তে আসিয়ানভুক্ত ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সেলফোন অপারেটররা যোগ দেওয়ার পর সংগঠনটিতে আরেকটি ব্লকচেইন ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। ফলে বৈশ্বিক রেমিটেন্স সেবায় বেশি নজর দেওয়া সম্ভব হবে। কারন এই ধরনের উন্নতমানের সেবার ক্ষেত্রে ব্লকচেইন যথোপযুক্ত।

সিবিএসজি-তে যোগদান বিষয়ে পিএলডিটির ইন্টারন্যাশনাল এন্ড ক্যারিয়ার বিজনেস বিভাগের প্রধান ক্যাটরিনা লুনা-আবেলার্ড বলেন, “প্রায় দেড় যুগের বেশি সময় ধরে আমরা বিদেশই গ্রাহকদের সেবা দিয়ে আসছি। আন্তঃক্যারিয়ার ব্লকচেইন প্রযুক্তি নিঃসন্দেহে এসব গ্রাহকের অনেক উপকারে আসবে। সিবিএসজি-এর নতুন প্লাটফর্ম ও সল্যুশনের সাহায্যে আমরা বৈশ্বিক গ্রাহকদের আরো সুবিধা দিতে চাচ্ছি।”

টিবিএসএ সফট ও স্প্রিন্ট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও সিইও এবং সিবিএসজির কো-চেয়ারম্যান লিং উ বলেন, “২০১৭ সালের প্রতিষ্ঠার পর থেকে সিবিএসজি-এর সদস্য সংখ্যা দ্রুত বাড়ছ। ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি।”

এই উদ্যোগের আগে চীনভিত্তিক টেলিকম জায়ান্ট হুয়াওয়ে টেকনোলজিস তাদের ক্লাউড সেবায় ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করেছে।

এশিয়ার একটি গুরুত্বপূর্ন টেলি-যোগাযোগ গ্রুপ আজিয়াটা। বর্তমানে ১৩টি দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালু করেছে। এসব দেশের গ্রাহকের সংখ্যা ৩৫ কোটির বেশি। আজিয়াটার প্রধান বিপণন কর্মকর্তা ডমিনিক পি এরিনা বলেন, “ডিজিটাল প্লাটফর্মে ব্লকচেইন নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাই আমরা সিবিএসজি-তে যোগ দিয়েছি।” 

Source: http://bangla.fintechbd.com/2018/08/04/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%95%E0%A6%9A%E0%A7%87%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A1/
Title: Re: ক্যারিয়ার ব্লকচেইন স্টাডি গ্রুপে এশিয়ার ছয় সেলফোন অপারেটর
Post by: iftekhar.swe on September 06, 2018, 03:01:52 PM
Thanks for sharing
Title: Re: ক্যারিয়ার ব্লকচেইন স্টাডি গ্রুপে এশিয়ার ছয় সেলফোন অপারেটর
Post by: Fahad Zamal on November 15, 2018, 12:37:11 AM
Good to know.
Title: Re: ক্যারিয়ার ব্লকচেইন স্টাডি গ্রুপে এশিয়ার ছয় সেলফোন অপারেটর
Post by: akhi on November 15, 2018, 01:12:19 AM
good to know