Daffodil International University
Faculty of Engineering => Textile Engineering => Topic started by: Reza. on September 12, 2018, 04:03:09 AM
-
সৌন্দর্য জিনিসটা কি তা নিয়ে ভাবতেছিলাম। এইটা একটা অদ্ভুত জিনিস। কেউ কেউ এর জন্য অনেক কিছু করে। আবার কারো কারো এই ব্যাপারে কোন আগ্রহই নাই।
কবিতায় আছে - পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ যে ক্ষুধারথ তার কাছে সৌন্দর্যের কোন মূল্য নাই। আবার এই কথাও বলা হয় "মানুষ সুন্দরের পূজারী।"
সৌন্দর্য কোন মাপার বিষয় নয়। এইটা মানুষের মনের অবস্থার সাথে উঠানামা করে। এর অনেক গুলো ডাইমেনশন আছে।
অনেক সময় সৌন্দর্যের সাথে মানুষের স্মৃতির যোগাযোগ থাকে।
সৌন্দর্যের সাথে বুদ্ধিমত্তার যোগাযোগ আছে। এর সাথে পারিপার্শ্বিক ও সমকালিন কালচারও জড়িত। আমাদের দেশে মানুষের সৌন্দর্য অনেক ক্ষেত্রেই গায়ের রঙের উপর নির্ভর করে। আবার চীনাদের কাছে বোঁচা নাকের মানুষই সুন্দর। যতই কালো হোক এক জন মায়ের কাছে তার সন্তানই পৃথিবীর সব থেকে সুন্দর শিশু।
কেউ কেউ সৌন্দর্য বাড়ানোর জন্য রান্নাঘরের ডাল ময়দা শেষ করে ফেলে। আবার ক্ষুধারথ মানুষের কাছে খাদ্য সামগ্রী সুন্দর। অভাবী লোকের কাছে টাকা সুন্দর। কেউ তাকিয়ে থাকে নীল আকাশপানে। কেউ বা সমুদ্রের দিকে। খুঁজে চলে সৌন্দর্য। কেউ জামা কাপড়ের পিছনে সময় দেয়। কেউ চুল আঁচড়িয়ে সাজয়ে তোলেন নিজেকে। কেউ খাদ্য টেবিলে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেন। কেউ ইন্টিরিওর ডেকরেটর দিয়ে ঘর সাজান। কেউ বাড়ি রঙ করে সাজিয়ে তুলেন।
হিসেব করে দেখলে আমরা সৌন্দর্যের পিছনে বহু অর্থ ও সময় ব্যয় করি। সৌন্দর্য ছাড়া কি আমাদের চলে না? আটার রুটি গোল করে না বানালে কি অসুবিধা? কিংবা কেকে এতো ডেকরেশনের প্রয়োজনটা কি?
যদিও এসব না করলেও কোন ক্ষতি বৃদ্ধি করে না - তার পরেও মানুষ খুঁজে চলে সৌন্দর্য সব কিছুর মাঝে।
ভাবতেছি - কে তাকে দিল এই সৌন্দর্যের চেতনা?
-
Nice post...
-
nice post
-
Thank you.
-
Nice Post Sir
-
Good one sir!
-
Thank you.