Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Sazzadur Ahamed on September 16, 2018, 12:20:12 AM

Title: ‘রেডমি৬’ ও ‘রেডমি৬এ’ আনল শাওমি
Post by: Md. Sazzadur Ahamed on September 16, 2018, 12:20:12 AM
দেশের বাজারে ‘রেডমি৬’ ও ‘রেডমি৬এ’ নামে নতুন দুটি স্মার্টফোন আনল শাওমি। রেডমি৬ ফোনে হেলিও পি২২ ও রেডমি৬এ ফোনে এ২২ চিপসেট ব্যবহার করা হয়েছে।

শাওমির বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেডমি৫এ-এর পরবর্তী মডেল ফোন হলো রেডমি৬এ।

কাউন্টারপয়েন্টের রিসার্চ অনুযায়ী, ২০১৮ সালের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী সর্বোচ্চ বিক্রির তালিকায় শীর্ষে অবস্থান করছে রেডমি৬এ ফোনটি।

শাওমির দাবি, যেকোনো ফোনের চেয়ে নতুন ফোনে ৪৮ শতাংশ চার্জ কম খরচ হবে। ফোনটিতে আইএমজি পাওয়ারভিআর জিই-ক্লাস জিপিইউ ও ২.০ গিগাহার্টজের কোয়াড-কোর কোর্টেক্স-এ৫৩ ব্যবহার করা হয়েছে। ফোনটির পেছনে ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সামনে ৫ মেগাপিক্সেলে ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েড ওরিওচালিত ফোনটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা।

‘রেডমি৬এ’ ফোনটি ‘রেডমি৬’-এর মতো একই নকশায় অনুসরণ করা হয়েছে। যেটাতে ব্যবহার করা হয়েছে ৫.৪৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ২ জিবি র‌্যাম ১২ জিবি স্টোরেজের ফোনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা।