Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: refath on September 16, 2018, 04:40:38 PM

Title: Prayers (Salat):: Bukhari :: Book 1 :: Volume 10 :: Hadith 106
Post by: refath on September 16, 2018, 04:40:38 PM
Narrated `Umar:

"The Prophet (sallallahu 'alaihi wa sallam) forbade praying after the Fajr prayer till the sun rises and after the `Asr prayer till the sun sets."

হাফস ইব্ন উমর (র.)......ইব্ন আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, কয়েক জন আস্থাভাজন ব্যক্তি আমার কাছে – যাঁদের মধ্যে শ্রেষ্ঠ হলেন উমর (রা.) আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ্(সা.) ফজরের পর সূর্য উজ্জ্বল হয়ে না উঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করেছেন।