Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: syful_islam on October 01, 2018, 10:31:31 AM
-
ডা. আলমগীর মতি
০১ অক্টোবর ২০১৮, ০০:০০ | আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ০৯:১২ | প্রিন্ট সংস্করণ
গলায় কাঁটা বিঁধলে দেরি না করে অল্প অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি মাত্রায় পিচ্ছিল। তাই গলা থেকে কাঁটা পিছলে নেমে যাবে সহজেই। পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে নিন। ভিনেগার গলায় বিঁধে থাকা মাছের কাঁটা নরম করার ক্ষমতা রাখে। তাই পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে পান করলে কাঁটা সহজেই নেমে যাবে।
গলায় কাঁটা আটকালে হালকা গরম পানিতে একটু লেবু নিংড়ে নিয়ে সেই মিশ্রিত পানি পান করুন। লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটা নরম করে দিতে সক্ষম। লবণও কাঁটা নরম করে। তবে শুধু লবণ না খেয়ে পানির সঙ্গে লবণ মিশিয়ে পান করুন। প্রথমে একটু পানি উষ্ণ গরম করে নিয়ে সেই পানিতে বেশ খানিকটা লবণ মিশিয়ে নিন এবং পান করুন। উপকার পাবেন।
লেখক : বিশিষ্ট হারবাল গবেষক ও চিকিৎসক। ০১৯১১৩৮৬৬১৭, ০১৬৭০৬৬৬৫৯৫
Published on 1st Oct. 2018 in The Amader Shomoy
-
Nice
-
Thanks.........
-
Informative
-
Thank you.
-
important to know, thanks
-
:)