Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: Rashed_019 on October 31, 2011, 12:21:44 AM

Title: ফেসবুকে প্রতিদিন হ্যাকাররা প্রায় ছয় লাõ
Post by: Rashed_019 on October 31, 2011, 12:21:44 AM
(http://static.ak.fbcdn.net/rsrc.php/v1/yq/r/V0kntRyiBog.png)


সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে প্রতিদিন হ্যাকাররা প্রায় ছয় লাখ বার প্রবেশ করেন! এতবার যাওয়ার ক্ষেত্রে তাদের উদ্দেশ্য থাকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করা! প্রতিদিন ২৪ ঘণ্টায় কয়েক বিলিয়ন বার লগ-ইন হয় ফেসবুকে, যার মধ্যে হ্যাকাররা ব্যবহারকারীর মেসেজ, ছবিসহ বিভিন্ন ব্যক্তিগততথ্য দেখার চেষ্টা করেন।
সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে এ ধরনের তথ্য প্রকাশকরা হয়েছে। ফেসবুকের হ্যাকারদের নজর কী রকম সেটা জানাতেই এ তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, এটা সত্যিই বড় একটি সংখ্যা, যারা প্রতিনিয়ত চেষ্টায় থাকেন ফেসবুকের তথ্য চুরি করতে। কম্পিউটার নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান শপসের প্রযুক্তি পরামর্শক গ্রাহাম কুলি বলেন, যখনই অসতর্কতার সঙ্গে ফেসবুকের কেউ প্রবেশ করেন, তখনই মনে রাখতে হবেএকটু ভুলের কারণেই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যেতে পারে।
বর্তমানে সারা বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮০ কোটি, যারা প্রায় গড়ে ৭০০ বিলিয়ন মিনিট সময় কাটান ফেসবুকে!
ব্যবহারকারীদের সুবিধার্থে ফেসবুকে যুক্ত হচ্ছে ‘ট্রাস্টেড ফ্রেন্ডস’ নামের নতুন একটি বৈশিষ্ট্য, যার মাধ্যমে পাসওয়ার্ড হারিয়ে ফেললেও ব্যবহারকারী নির্বাচিত পাঁচজন বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে পেতে পারবেন গোপন নম্বর। তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড দেওয়া কিংবা অ্যাপ্লিকেশন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞরা।

So be careful
......................... :) :) :)
Title: Re: ফেসবুকে প্রতিদিন হ্যাকাররা প্রায় ছয় লাÃ
Post by: Masuma Parvin on October 31, 2011, 11:49:43 AM
Thank you for your post.
Title: Re: ফেসবুকে প্রতিদিন হ্যাকাররা প্রায় ছয় লাÃ
Post by: tasnuva on November 03, 2011, 01:51:15 PM
Nice post :)
Title: Re: ফেসবুকে প্রতিদিন হ্যাকাররা প্রায় ছয় লাÃ
Post by: poppy siddiqua on November 12, 2011, 11:31:08 AM
thanks for the information. all of us need to be very careful regarding the use of such social networking sites.
Title: Re: ফেসবুকে প্রতিদিন হ্যাকাররা প্রায় ছয় লাÃ
Post by: tasnuva on November 13, 2011, 12:47:59 PM
I do agree with poppy mam..
Title: Re: ফেসবুকে প্রতিদিন হ্যাকাররা প্রায় ছয় লাÃ
Post by: bipasha on November 20, 2011, 03:18:55 PM
so dangerous
Title: Re: ফেসবুকে প্রতিদিন হ্যাকাররা প্রায় ছয় লাÃ
Post by: sethy on November 25, 2011, 07:51:11 PM
Informative post.......
Title: Re: ফেসবুকে প্রতিদিন হ্যাকাররা প্রায় ছয় লাÃ
Post by: Arif on November 26, 2011, 03:31:02 PM
really dangerous...be carefull