Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: Rashed_019 on October 31, 2011, 03:27:26 PM
-
(http://landsat.gsfc.nasa.gov/images/lg_jpg/landsat7_orbit1.jpg)
মহাশূন্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের 'ল্যান্ডসেট-৭' স্যাটেলাইটে হামলা চালিয়েছে হ্যাকাররা। প্রায় ১২ মিনিট স্যাটেলাইটটি নিজেদের নিয়ন্ত্রণে রাখে হ্যাকাররা। এই স্যাটেলাইটটির মাধ্যমে গ্রহ পর্যবেক্ষণ ও আবহাওয়াবিষয়ক খবর সংগ্রহ করা হয়। ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লমবার্গ। 'ল্যান্ডসেট-৭' স্যাটেলাইট ছাড়াও নরওয়ে স্টেশনে থাকা 'টেরা এম-১' নামে আরো একটি স্যাটেলাইটেও অনধিকার প্রবেশ করে হ্যাকাররা। ফলে এসব কৃত্রিম উপগ্রহ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এর আগে ২০০৭ থেকে ২০০৮ সালের মধ্যে হ্যাকাররা চারবার হামলা চালায় বিভিন্ন স্যাটেলাইটে।
................................ :) :) :)
-
Haker der ar kheye deye kaj nai oi khaneo .....