Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: Mizanur Rahman (GED) on October 10, 2018, 05:14:01 PM
-
৩৮টি ব্যক্তিগত ভুল-চিন্তা/ভুল কাজের তালিকাঃ
১.নিজেকে বড় মনে করা।
২.হাট বাজারে উদ্ভান্তের মত ঘোড়া ফেরা করা।
৩.তাড়াহুড়া করা।
৪. কু-ধারনা করা।
৫. অবৈধ ভালবাসা।
৬. লোকের ক্ষতি করব মনে এই ধারনা পোষণ করা।
৭. প্রানে অযথা ভীরুতা সৃষ্টিয় হওয়া।
৮. লোকের ক্ষতি হোক আর আমার লাভ হোক মনে এই কামনা করা।
৯. বিপদে বিচলিত হয়ে কাজ বন্ধ করা।
১০. ছোট ছোট আশা নিয়ে বসে থাকা বা বড় বড় আশা পোষণ না করা।
১১. কাউ কে খুশি করার জন্য বানিয়ে বানিয়ে কথা বলা বা তোষামোদ করা।
১২. কারও অনুগ্রহ স্বীকার না করা।
১৩. এক কাজ শুরু করে শেষ না করা (অধৈর্য)।
১৪. প্রয়োজনীয় কাজ শুরু না করা (অলসতা)।
১৫. গাফেলতি।
১৬.সত্যকে অস্বীকার।
১৭.সত্যকে স্বীকার করার সাহসের অভাব।
১৮. কোমলতার বাড়াবাড়ি, যাতে কেউ সব কাজে অকর্মণ্য হয়ে যায়।
১৯. জ্ঞান আহরণ না করা।
২০. লালসা
২১. লোক দেখানো কাজ করা
২২. প্রানে লোকের ক্ষতি আকাঙ্ক্ষা করা।
২৩. সঙ্কটের সামনে কাজ পরিত্যাগ করা
২৪. মন্দ কর্ম দেখে মন্দ কর্ম মনে না করা।
২৫.নেশা
২৬. কাউকে হেয় করা
২৭. অন্তরে শত্রুতা।
২৮. মানুষের উপর আস্থা না রাখা।
২৯.লোভ।
৩০. অতি দুঃখ করা, যা কর্ম শক্তিকে অলস করে।
৩১. অতি আনন্দ
৩২. আযথা নাক-গলানো
৩৩.অতিরিক্ত কথা বলা
৩৪.অতি কঠোরতা
৩৫. দুঃখ দিয়ে মজা পাওয়া
৩৬. অপব্যয়
৩৭. আত্ম-হত্যা
৩৮. যেসব মিথ্যা যাতে কারও কোন ক্ষতি হয় না; কোন কোন লোক অযথা মিথ্যা বলে।
[মিনহাজুত্তালেবীন (সত্য সাধকদের রাজপথ) পুস্তক (পৃষ্ঠা ৭৮-৮১) অবলম্বনে... , : https://books.google.ca/books?id=krmBCgAAQBAJ&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false]