Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: hmkhan on October 17, 2018, 04:11:19 PM

Title: সময়!
Post by: hmkhan on October 17, 2018, 04:11:19 PM
যৌবনকালে সবচেয়ে বড় ধোকার বিষয় হলো,
অধিকাংশ যুবক মনে করে, "আমি দুনিয়াতে আরো বহু দিন বেচে থাকবো"।
অথচ
তার চোখের সামনে কতো শিশু, কিশোর, তরুন প্রতিনিয়ত মৃত্যু বরণ করছে। অনেক সময় তার চেয়ে কম বয়সের যুবকের জানাযায় শরিক হয়েও সে মনে করে সে আরো বহুকাল বেচে থাকবে।
তাই
**-** তার নামাজের সময় হয় না;
**-** তাওবা করার সময় হয় না;
**-** কুর’আন তিলাওয়াতের সময় হয় না;
**-** দান-সাদকা করার সময় হয়না;
কিন্তু
হঠাত যখন মৃত্যু দুয়ারে এসে দাঁড়াবে তখন-
“সে বলবেঃ হে আমার রব, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম।” (সূরাহ মুনাফিকুন, ১০)
.
কে বলেছে সময় নাই!!
আজকে যদি ডাক্তার বলে যে, তোমার শরীরে ক্যান্সার বাসা বেধেছে। তাই আর মাত্র...।
তখন দেখবে, সব কিছুর জন্যই তোমার সময় আছে।
তাহলে কেন তুমি সুস্থ থাকতেই মৃত্যুর জন্য, চিরস্থায়ী বাসস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছ না?
কিসে তোমাকে প্রতারিত করছে?
.
আহ, কি দরদমাখা বাচন ভঙ্গিতে আল্লাহ বলেনঃ
“যারা ঈমান এনেছে তাদের জন্য সে সময় কি এখনও আসেনি যে, আল্লাহর স্মরণে এবং যে সত্য অবর্তীর্ণ হয়েছে তাতে তাদের হৃদয় বিগলিত হয়ে যাবে?” [ সুরা হাদীদ, ১৬ ]
Title: Re: সময়!
Post by: Shihab Ahammed on October 17, 2018, 05:38:03 PM
thanks for enlightening me
Title: Re: সময়!
Post by: Md. Sazzadur Ahamed on October 24, 2018, 02:44:30 PM
Thanks for sharing