Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Asif.Hossain on November 04, 2011, 10:01:55 PM

Title: Aloe Vera / Burn plant (ভেষজ উদ্ভিদ ঘৃতকুমারী)
Post by: Asif.Hossain on November 04, 2011, 10:01:55 PM
(http://www.freenaturephotos.com/photos/plant-photos/images/aloe-vera.jpg)


ভেষজ উদ্ভিদ ঘৃতকুমার


Common name: Aloe Vera / Burn plant
Botanical name: Aloe vera   
Family: Asphodelaceae (Aloe family)
Synonyms: Aloe barbadensis, Aloe indica, Aloe vulgaris
Bangla name: ঘৃতকুমারী


ঘৃতকুমারী একটি জনপ্রিয় ভেষজ উদ্ভিদ । বহুমুখী লোকজ প্রতিকার হিসেবে ঘৃতকুমারীর দীর্ঘ ইতিহাস রয়েছে । ঘৃতকুমারীর পাতা সরস মাংসল ধূসর সবুজ । একটি খুব ছোট স্টেমের উপরে পাতা গুলো সর্পিলাকারে  সাজানো থাকে। ঘৃতকুমারীর হলুদ রং এর ফুল হয়।এটি লিলিয়েসি পরিবারের সদস্য ।

ঘৃতকুমারিতে ২০ টির ও বেশি খনিজ উপাদান বিদ্যমান। মানুষের শরীরের সুস্বাস্থ্যের জন্য ২০ প্রকার অ্যামিনো অ্যাসিড প্রয়োজন । ৯ প্রকার অত্যাবশ্যকিয় অ্যামিনো অ্যাসিডের সব গুলোই ঘৃতকুমারিতে বিদ্যমান ।তা ছাড়াও  ঘৃতকুমার তে রযেছে ভিটামিন ই-১, ই-২, ই-৬, ই-১২, সি । ঘৃতকুমারী ত্বক ও চুলে উপর ইতিবাচক প্রভাব রাখে বলে সৌন্দর্য্য চর্চায় ব্যাপক ব্যবহার করা হচ্ছে, ঘৃতকুমারী পাতার রস যকৃতের জন্য উপকারী ।
Title: Re: ভেষজ উদ্ভিদ ঘৃতকুমারী
Post by: bipasha on November 17, 2011, 09:11:02 AM
i don't know about it..thanks for sharing this
Title: Re: ভেষজ উদ্ভিদ ঘৃতকুমারী
Post by: poppy siddiqua on November 17, 2011, 11:52:32 AM
aloevera is a common name in different cosmetics. now we can see it is essential for us. thanks for sharing the information.