Daffodil International University
Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Shafa Ahmed on November 11, 2018, 12:48:20 PM
-
আমি একটি তত্ত্বে বিশ্বাস করি যা নিম্নরুপঃ
"যদি আমি কেবল নিজেকে সুন্দর করে গড়ি তাহলে কখনোই সে সৌন্দর্য্য নিজে উপভোগ করতে পারবো না, কারন নিজেকে নিজে দেখা যায় না। যদি আমি আমার পরিবারকে সুন্দর করে গড়ি তাহলে আমি কেবল আমার ঘরের মাঝেই সৌন্দর্যের আবেশ পাবো, ঘর থেকে বের হলেই কলুষিত সমাজ আমাকে গ্রাস করবে। যদি আমি আমার সমাজকে সুন্দর করে গড়ি তাহলে আমি সকল ক্ষেত্রেই সৌন্দর্যের আবেশ পাবো :) "
তাই আমি মনে করি, শুধু নিজের সুন্দর ভবিষ্যৎ সুন্দর করলে হবে না। নিজের প্রয়োজনেই সমাজকেও সুন্দর করে সাজাতে হবে।
বেপার টা অনেকটা এমনঃ
আমি শিক্ষার আলো পাচ্ছি, আমার প্রতিবেশী এই আলো থেকে বঞ্চিত হচ্ছে কিনা তা খেয়াল রাখা আমারই দায়িত্ব।
আমি ভাল খাবার পাচ্ছি, আমার প্রতিবেশী অনাহারে আছে কিনা তা খেয়াল রাখা আমারই দায়িত্ব
আমি সুস্থ আছি, আমার প্রতিবেশী অসুস্থ আছে কিনা তা খেয়াল রাখা আমারই দায়িত্ব।
আমি মানসিক চাপ-মুক্ত, আমার প্রতিবেশী কোন চাপে আছে কিনা তা খেয়াল রাখা আমারই দায়িত্ব।
আমার বাবা-মায়ের সেবা করার সক্ষমতা আছে, আমার প্রতিবেশীর সক্ষমতা আছে কিনা তা খেয়াল রাখাও আমার দায়িত্ব।
আমার সন্তান ভাল আছে, আমার প্রতিবেশীর সন্তান কেমন আছে তা খেয়াল রাখাও আমার দায়িত্ব।
এমন আরো অনেক দায়িত্ব আছে যা অন্যের জন্য নয়, বরং নিজের জন্যই :)
নিজ নিজ দায়িত্বের অবহেলার কারনেই হয়তো সমাজ আজ অবহেলিত :(
আসুন সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করি, সুন্দর সমাজ গড়ি ঃ) নিজের প্রয়োজনেই।
-
Thanks