Daffodil International University
IT Help Desk => IT Forum => Topic started by: Sultan Mahmud Sujon on November 14, 2011, 09:26:05 PM
-
৩১ অক্টোবর বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি ছাড়িয়েছে। প্রতিনিয়ত বেড়েই চলেছে এ সংখ্যা।আর এ নিয়ে এক দারুণ অনলাইন সফটওয়্যার তৈরি করেছে বিবিসি। এ সফটওয়্যার বলে দিবে ৭০০ কোটির পৃথিবীতে আপনি কততম।সাইটটিতে গিয়ে আপনার জন্মতারিখ বসিয়ে GO বাটনে ক্লিক করলেই জানতে পারবেন আপনি কততম।তারপর Next বাটনে ক্লিক করে বাংলাদেশের নাম লিখলে জানতে পারবেন দেশের বর্তমান লোকসংখ্যা,জন্মহার,মৃত্যুহার,জনসংখ্যা বৃদ্ধির হার,মাইগ্রেশনের হার,আপনি সাইটটিতে থাকার সময় বাংলাদেশে কতজন মানুষ জন্মগ্রহণ করেছে ইত্যাদি।চাইলে দেশের নাম পরিবর্তন করে দিয়ে অন্য দেশের তথ্যও জানতে পারবেন
http://www.bbc.co.uk/news/world-15391515 (http://www.bbc.co.uk/news/world-15391515)
(http://www.w3.org/1999/xhtml)