Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Mohammad Salek Parvez on January 07, 2019, 12:41:24 PM
-
খবর টি বেশ মজার। ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর এক স্কুলের ঘটনা।পরিদর্শনে গেছেন শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়ে। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন প্রশান্ত রাঠৌর নামের এক ছাত্র শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করে, আমার পড়াশোনার খরচ চালাতে পারছি না, সরকার আমাকে সাহায্য করছে না, আমার কী করা উচিত? হলরুম ভর্তি ছাত্রদের সামনে অস্বস্তিতে পড়ে যান মন্ত্রীমশাই। সে সময় যুবরাজ দাবাদ নামে এক ছাত্র গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করছিল। মন্ত্রী তাকে রেকর্ডিং বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু সে তাতে রাজি হননি। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করার নির্দেশ দেন ক্ষুব্ধ মন্ত্রী। পুলিশ ধরে নিয়ে যায় যুবরাজকে। তাকে কয়েক ঘণ্টা আটকে রেখে তার মোবাইল কেড়ে নেয়া হয়।