বিজয়
(16/12/2012)
আজ বেজে উঠেছে বিজয়ের ঘণ্টা
কিন্তু সত্যিই কি আমরা বিজয়ী ?
আসলে আমরা বিজয়ে নয় দ্বিধার মাঝে আছি
সত্যি হয়তো জানিনা সত্তিকারের বিজয় কি।
বিজয় কি শুধুই কাগজের পাতায় আর ভূখণ্ডের সিমানায়,
এর নামই কি বিজয়?
সালাম বরকত রফিক জব্বারের ভাষা আন্দলন
শুধু কি ইতিহাসের কাগজে সাজানোর তরে?
একাত্তরের সে প্রান নাশী রক্ত ক্ষয়ী যুদ্ধ
শুধু কি ভূখণ্ডের সীমানা দখলে?
বিজয়ের অর্থ সীমাবদ্ধতা কিংবা ইতিহাসের পাতায় নয়
বিজয়ের অর্থ নাগরিক অধিকার নিশ্চিতে,
সে বিজয় কাঙ্ক্ষিত, সে বিজয় প্রত্যাশিত।