Daffodil International University

Educational => You need to know => Topic started by: sumaiya on February 12, 2019, 04:12:21 PM

Title: সুস্থতা পোশাকে নই কর্মে বুঝা যায়
Post by: sumaiya on February 12, 2019, 04:12:21 PM
কেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি নোংরামি আমাদের। নাস্তিক মানে "আমি কোন ঈশ্বর এ বিশ্বাসী নয়" কিন্তু ২০১৯ এ এসে এই মিনিং টাই পরিবর্তিত হয়ে নাস্তিক মানে দাঁড়িয়েছে "আমি ইসলাম বিদ্বেষী" আল্লাহ্‌ অবমানোনাকারি  ।
একটা ব্যাপার খুব ভাবায়......আমাদের কালাম আমাদের রাসুল আমাদের আইন আমাদের সৃষ্টিকর্তা ন্যায় প্রত্যেক ধর্মে তাদের কিছু নিজস্বতা থাকে, কই কখনো তো তাদের সেই নিজস্ব স্বত্বা প্রতি আমরা অসম্মান প্রকাশ করি না।
কিছুদিন আগে একটা ভিডিও দেখে খুব কষ্ট ফেলাম তাদের মনুষ্যত্ববোধ ও রুচিবোধের হীনতা দেখে। কোরআনের পাতা ছিঁড়ে পায়ের নীচে ফেলে যাচ্ছে তাই ভাবে কোরআন অবমাননা করছিল।
আমদের রাসুল কে নিয়ে নগ্ন ছবি অশ্লিল আলাপচারিতা বাজে মন্তব্য যেন একটা ফ্যাশন হিসেবে দাঁড়িয়েছে।
কেন ইসলাম নিয়ে মানুষের এত গবেষণায় নামতে হয়?
কই অন্য ধর্ম নিয়ে তো তোমাদের কোন আলোচনা সমালোচনায় লিপ্ত হতে দেখা যায় না।
সব প্রশ্নের একটায় জবাব ঘুরে ফিরে এসে ভিড়ে তা হল ইসলাম সত্য এবং সুন্দর তাই তোমাদের এত হিংসা এত চিন্তা এই ভেবে কেন তোমরা আমাদের মত নও তাই কি আমাদের ক্রিটিসাইস করে মনের স্বাদ মিটিয়ে নিচ্ছ?
আমাদের ধর্মের একটায় সূত্র  এক আল্লাহ্‌র সকল আইন বিশ্বাস আর আল্লাহ্‌ একটা মাত্র আইন দুনিয়াতে যা আমাদের পরস্পরের জন্য ক্ষতিকর এমন সকল কাজ থেকে বিরত থাকা।
প্রত্যেক ধর্ম মানুষের তৈরি এটা সত্য কিন্তু আমরা মানুষ যার তৈরি তার প্রতি অনুগত থাকার নামই হল ইসলাম।
[/color]
[/color][/size][/font]