Daffodil International University

Faculty of Engineering => Textile Engineering => Topic started by: subrata.te on February 19, 2019, 08:44:33 PM

Title: Criticism: Part-II
Post by: subrata.te on February 19, 2019, 08:44:33 PM
কিভাবে যৌক্তিক সমালোচনা করবেন?
Criticism must be respectful. সর্বদা বিরক্তিকর ধারণাগুলোরই সমালোচনা করুন । ধারণা বা মতামতের সমালোচনা করুণ, ব্যক্তির নয় । It's okay to say, "Your idea is boring." rather than saying, "You are boring." কোন লেখা বা মতামতের সমালোচনা করার পরে আপনাকে চুপ থাকতে হবে এবং লেখক/সত্বাধীকারীর বা সমগোত্রীয় অন্য কাউকে তার ধারণার স্বপক্ষে বলার সুযোগ দিতে হবে ।
কখনোই ব্যক্তিগত সম্পর্কের ভিত্তি টানবেন না । মূল বিষয় দূরে রেখে বা এর সাথে কোন মিল না রেখে কোন মন্তব্য করবেন না । সময় নিন । মন্তব্য বা সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞেস করুন আপনিই প্রকৃত ব্যক্তি কি না । সময় ও স্থানের ব্যাপারটা ভুলে যাবেন না । আবেগ দূরে রাখুন । Be rational. পৃথিবী জয় করা যায় হাসি দিয়ে । তাই মুখে হাসি রাখবেন ।
ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে সবচেয়ে ভালো পন্থা হলো প্রশংসা দিয়ে সমালোচনা শুরু করা । সবাই প্রশংসিত হতে পছন্দ করে । এরপর সমালোচনা হওয়া উচিত যতোটা সম্ভব রক্ষণাত্মক এবং সর্বশেষ হচ্ছে উৎসাহ প্রদান করা । অনেককেই বলতে শুনবেন যে সমালোচনা সৃজনশীলতার জন্য ক্ষতিকর । কিন্তু আমি বলবো তারা ভুল । আসলে সমালোচনা হলো সৃজনশীলতার খোরাক ।

কিভাবে গ্রহণ করবেন সমালোচনা? সেটা হোক ভালো কিংবা খারাপ !
তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করবেন না । মনে করুন, প্রতিক্রিয়া গ্রহণের সুবিধা কি । এখন আপনার কাছে কিছু সময় আছে যে যৌক্তিক ও গঠনমূলক সমালোচনার কি সুবিধা তা ভাবার । বোঝার জন্য হলেও শুনুন । এরপর যিনি আপনার কাজের সমালোচনা করলেন তাকে তার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ জানান ।

পরিশেষে বলা যায়, সবকিছুরই কোন না কোনভাবে সমালোচনা থাকবেই । সমালোচনার ক্ষেত্রে অবস্যই গঠনমূলক ও বন্ধুভাবাপন্ন মনোভাব নিয়ে করা উচিত ।
Title: Re: Criticism: Part-II
Post by: parvez.te on February 27, 2019, 09:42:55 AM
Nice writing, sir....
Title: Re: Criticism: Part-II
Post by: subrata.te on March 05, 2019, 06:33:32 PM
Thank you, Sir.
Title: Re: Criticism: Part-II
Post by: Kazi Rezwan Hossain on March 15, 2019, 12:31:28 PM
Nice writting :)
Title: Re: Criticism: Part-II
Post by: Sharminte on April 17, 2019, 09:50:37 PM
nice
Title: Re: Criticism: Part-II
Post by: Kazi Rezwan Hossain on May 16, 2019, 03:32:16 PM
 :)