Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Asif.Hossain on November 17, 2011, 01:47:41 PM

Title: Centella asiatica (নয়নতারা)
Post by: Asif.Hossain on November 17, 2011, 01:47:41 PM
(http://www.thefloweringgarden.com/pics/vinca-rosea.jpg)


লিউকেমিয়া ক্যান্সার নিরাময়ে নয়নতারা

নয়নতারা একটি গন্ধহীন ছোট ফুল. এটি মাদাগাস্কার শম্বুক নামে  পরিচিত ।
পরিবার : Apocynaceae   
বোটানিক্যাল নাম: Vinca rosea 

নয়ন তারা বহুবর্ষজীবী উদ্ভিদ । গাছ খুব বেশী বড় হয় না । ২-৩  ফুট উচ্চতা পর্যন্ত গাছের বৃদ্ধি হয়ে থাকে । সারা বছরই ফুল ফুটে থাকে । বাংলাদেশ এই ফুল এর  দুটি রং আছে গোলাপী ও সাদা । গোলাপী ফুল এর মধ্যবর্তী  লাল স্পট থাকে ।
ফুলের পাঁচটি পাপড়ি এবং একটি লম্বা অক্ষিক্ষ এর উপর ফুলের পাপড়ি গুলা অবস্থান করে । এর  বীজ পতঙ্গ , পাখি,
বায়ু, জল মাধ্যমে বিস্তার হওয়া থাকে । বীজ থেকে এই নয়নতারা র বংশ বৃদ্ধি  দ্রুত হয়িয়া থাকে । বাংলাদেশের প্রায়
প্রত্যেক বাগানে এই ফুলের চাষ করা যায় কারণ । কম উর্বর মাটিতেও বংশ বৃদ্ধি হয়ে থাকে ।


ট্রাডিশনাল  চীনা ভেষজ ঔষধ হিসবে নয়নতারা ডায়াবেটিস, ম্যালেরিয়া, এবং হার্টের রোগের চিকিত্সাতে ব্যবহৃত হয়। নয়নতারাতে vinblastine এবং vincristine নামক উপাদান গাছ থেকে নিষ্কাশিত করে লিউকেমিয়া চিকিত্সাতে  ব্যবহার করা হয়

Title: Re: লিউকেমিয়া ক্যান্সার নিরাময়ে নয়নতারা
Post by: Sultan Mahmud Sujon on November 17, 2011, 03:00:39 PM
nice
Title: Re: লিউকেমিয়া ক্যান্সার নিরাময়ে নয়নতারা
Post by: Md Galib Ferdous on November 22, 2011, 01:25:33 PM
Nice ,Thank You for your post
Title: Re: লিউকেমিয়া ক্যান্সার নিরাময়ে নয়নতারা
Post by: sethy on November 30, 2011, 07:14:22 PM
nice post...................
Title: Re: লিউকেমিয়া ক্যান্সার নিরাময়ে নয়নতারা
Post by: sethy on November 30, 2011, 07:16:17 PM
It is a beautiful flower and has a lot of ability to prevent cancer.