Daffodil International University

IT Help Desk => Programming Language => Web based Developer Forum => Topic started by: Sultan Mahmud Sujon on November 17, 2011, 03:15:22 PM

Title: ডাউনলোড করুন বিভিন্ন ধরনের ওয়েব ডিজাইন টি
Post by: Sultan Mahmud Sujon on November 17, 2011, 03:15:22 PM
ডাউনলোড করুন বিভিন্ন ধরনের ওয়েব ডিজাইন টিউটোরিয়াল এবং হয়ে যান ওয়েব ডিজাইনার

এখন সবার একটা জিনিস সেখার প্রতি অনেক আগ্রহ , আর সেই জিনিস টা হল ওয়েব ডিজাইন। আগ্রহ থাকবে না কেন? কে না যায় ক্রিয়েটিভ কিছু করতে । আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারেন ওয়েব ডিজাইন শিখে। আসলে এই ওয়েব ডিজাইন সেখা জন্য সবচেয়ে ভাল মাধ্যম হল অনলাইন । অনলাইনে অনেক ভাল ভাল রিসোর্স আছে , যেখান থেকে আপনি অনেক সহজে ওয়েব ডিজাইন শিখে নিতে পারবেন।
(http://bdtutorial24.com/wp-content/uploads/2011/10/Website-Design.jpg)
তেমনি একটা সাইট হল www.w3schools.com , এই সাইটে পাবেন আপনি ওয়েব ডিজাইন শেখার টিউটোরিয়ালের ভান্ডার। এই সাইটে প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন ভিজিটর ভিজিট করে কিছু সেখার জন্য , কিছু জানার জন্য। আমাদের বাংলাদেশ ও এই সাইট এর কদর অনেক বেশি। তবে সমস্যা হলে অনেক এখানে মেগাবাইটে (মডেম) ব্যবহার করে বিধায় এই সাইট গুলো ভিজিট করলে অনেক মেগা বাইট খরজ হয়ে যায়। এর জন্য বেশি ভাল ভাবে পড়তে পারে না।
(http://bdtutorial24.com/wp-content/uploads/2011/10/w3solutionsbd.jpeg)