Daffodil International University
Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: tany on March 27, 2019, 02:49:42 PM
-
যেন অবিকল অপটু হাতে বানানো কোনও তুষারমানব। নাম ‘আল্টিমা থুলে’। নাসার নিউ হরাইজনস স্পেসক্র্যাফটের পাঠানো ছবি জুড়ে কেবলই বিস্ময়। সৌরজগতের কুইপার বেল্ট অঞ্চলে অবস্থিত চির তুষারের জগতে অবস্থান ‘আল্টিমা থুলে’র।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নিউ হরাইজনস ‘আল্টিমা থুলে’-র পাশ দিয়ে যাওয়ার সময় তার অনেকগুলি ছবি তুলেছে। মিশন প্রিন্সিপাল গবেষক অ্যালান স্টার্ন জানাচ্ছেন, এই আকৃতির কোনও মহাজাগতিক বস্তুর ছবি এর আগে তোলা হয়নি। গত ১ জানুয়ারি ৫০ হাজার কিলোমিটার দূরত্ব থেকে এই জোড়া গ্রহাণুর ছবি তোলা হয়েছে।
২০১৪ এমইউ৬৯ নামের এই মহাজাগতিক বস্তুর ছবি খুঁটিয়ে দেখে বিজ্ঞানীরা সিদ্ধান্তে এসেছেন এর দু’টি অংশ রয়েছে।
বড় অংশটিকে ‘আল্টিমা’ ও ছোটটিকে ‘থুলে’ নামকরণ করা হয়েছে। ভাল করে পর্যবেক্ষণের পরে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, এরা গোলাকার নয়। বলা যায় চ্যাপ্টা। মহাজাগতিক বস্তুর আকার সম্পর্কে যা ধারণা রয়েছে, সেই ধারণায় বদল আনতে পারে এই ‘তুষারমানব’। স্বাভাবিক ভাবেই বিজ্ঞানীরা উত্তেজিত তাকে নিয়ে।
source: ebela.in