Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: shan_chydiu on March 28, 2019, 02:58:13 PM

Title: চামড়া বা লেদারের জিনিস যত্নে রাখতে কিছু কৌশল
Post by: shan_chydiu on March 28, 2019, 02:58:13 PM
বাজারে লেদারের জিনিস পরিষ্কার করার আলাদা ক্লিনার পাওয়া যায়। একে 'সফট সোপ'-ও বলে। এই ক্লিনার দিয়েই লেদারের ব্যাগ বা জুতো পরিষ্কার করুন।


লেদারের জিনিস স্পিরিট জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করবেন না। ছবি: শাটারস্টক থেকে নেওয়া।

• ক্লিনারটি দিয়ে পরিষ্কার করার পরে হালকা ভিজে তুলো দিয়ে তা মুছতে থাকুন। দেখবেন যাতে চামড়ার গায়ে কোনও ভাবে সাবান না লেগে থাকে। বছরে ২-৩ বার এই ভাবে পরিষ্কার করুন।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

• কখনই লেদারের জিনিস অ্যালকোহল বা স্পিরিট জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করবেন না। এতে রং নষ্ট হয়ে যায়।

• লেদারের জিনিসে জল পড়ে গেলে সঙ্গে সঙ্গে তা ঝেড়ে ফেলে শুকোতে দিন।

• বর্ষায় লেদারের ব্যাগ বা জুতো ব্যবহার না করাই ভাল।

আরও পড়ুন: এই সামান্য উপসর্গগুলিও বলে দিতে পারে আপনি যক্ষ্মায় আক্রান্ত কি না

• ব্যাগে বা জুতোয় কোনও রকমের দাগ দেখলে তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিন।

• অনেকে চামড়ার জিনিসকে উজ্জ্বল করার জন্য তেল ও কন্ডিশনার ব্যবহার করেন। সাময়িক জেল্লা আনলেও ব্যাগের রঙের ক্ষতি হয় এতে।

• বাজারে লেদার কন্ডিশনার পাওয়া যায়। তাই দিয়েই ব্যাগ বা জুতোর জেল্লা ফেরান।

• লেদারের জিনিস ব্যবহার করার সময়ে নিজের হাতও পরিষ্কার রাখুন।

• হাতে কোনও ময়লা বা তেল যেন না লেগে থাকে।

 • লেদারের জিনিস কখনও ভাঁজ করে রাখবেন না। ব্যাগ ফাঁকা থাকলে তার মধ্যে খবরের কাগজ বা বাবল র‍্যাপ ভরে রাখুন। এতে ব্যাগের আকার নষ্ট হবে না।

• লেদারের জিনিস হেয়ার স্প্রে, হেয়ার কালার সলিউশনের থেকে দূরে রাখুন। এতে স্পিরিট জাতীয় কেমিক্যাল থাকে যা লেদারের রং নষ্ট করে দেয়।

• চামড়ার জিনিস দু’ সপ্তাহ অন্তর আলমারি থেকে বার করে আলো-হাওয়া পূর্ণ জায়গায় রাখুন।
Title: Re: চামড়া বা লেদারের জিনিস যত্নে রাখতে কিছু কৌশল
Post by: rayhanul.bba on March 30, 2019, 02:16:56 AM
Thanks for sharing.   
Title: Re: চামড়া বা লেদারের জিনিস যত্নে রাখতে কিছু কৌশল
Post by: effatara on March 30, 2019, 10:25:33 PM
 Informative...
Title: Re: চামড়া বা লেদারের জিনিস যত্নে রাখতে কিছু কৌশল
Post by: Shahrear.ns on March 31, 2019, 04:02:48 PM
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯   ;D
Title: Re: চামড়া বা লেদারের জিনিস যত্নে রাখতে কিছু কৌশল
Post by: nusratjahan on July 07, 2019, 03:14:48 PM
 :)