Daffodil International University
Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: tany on March 30, 2019, 11:50:20 AM
-
ভারতের সবচেয়ে শক্তিশালী মোটরসাইকেল টিভিএস অ্যাপাচি আরটিআর। ভারত ছাপিয়ে এটি এটি এখন পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে। সম্প্রতি কলম্বিয়ায় সড়ক কাঁপাচ্ছে এই বাইক। সেই এ দেশে অ্যাপাচি আরটিআরের ভার্সন ফোর বিক্রি শুরু হয়েছে। মার্চ মাসের শুরুতে ভারতে বাজারে এবিএস সহ অবমুক্ত হয় বাইকটি।
টিভিএস দাবি করছে তাদের এই রেসিং মেশিন সর্বোচ্চ ১১৩ কিলোমিটার গতিতে ছুটতে পারে। ০ থেকে ৬০ কিলোমিটার গতি তুলতে বাইকটির সময় লাগে মাত্র ৪.৭৩ সেকেন্ড।
টিভিএস এর অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল অ্যাপাচি আরটিআর। । বছর দশেক আগে ভারতে মোটরসাইকেলটি অবমুক্ত করা হয়।
টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ভার্সন ফোর মডেলে আছে ১৫৯.৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৬.৬ বিএইচপি শক্তি এবং ১৪.৮ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এতে ৫ স্পিড গিয়ার বক্স দেয়া হয়েছে। সাসপেনশান বিভাগে সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক আর পিছনে থাকছে টুইন শক।
source: ঢাকাটাইমস
-
Informative
-
Darun to.