Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: M Z Karim on November 23, 2011, 06:50:33 PM
-
আসছে নতুন এক সার্চ ইঞ্জিন 'ভলুনিয়া' :
ইতালীয় গণিতবিদ ম্যাসিমো মার্সিওরি যিনি গুগলের সার্চ অ্যালগরিদম উন্নয়নে সাহায্য করেছিলেন, তিনি এবার বিশাল এই সার্চ জায়েন্টকে চ্যালেঞ্জ করছে নিজের একটি সার্চ ইঞ্জিন চালু করবার মাধ্যমে। তার এই সার্চ ইঞ্জিনটি এ বছরের শেষ-নাগাদ উন্মুক্ত হবে বলে তিনি জানিয়েছেন। বর্তমানে ম্যাসিমো মার্সিওরি পাদুয়া বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসাবে কাজ করছেন। সাম্প্রতিক সময়ে তিনি তার নতুন সার্চ ইঞ্জিনটিকে পরিচিত করবার জন্য নানা রকম প্রচারণা শুরু করেছেন এবং ভলুনিয়া.কম সম্পর্কে ভিডিও পোস্ট করেছেন প্রচারণামূলক একটি ওয়েবসাইটে।তার মতে এই সার্চ ইঞ্জিনের মূল আইডিয়াটি এখনকার বিখ্যাত সার্চ ইঞ্জিনগুলোর যে ধারণায় চলছে তা থেকে খুব সাধারণ কিন্তু চিন্তাধারাটা সম্পূর্ণ আলাদা। "গুগল যদি ক্লাব ব্যবহার করে থাকে আমরা সেই জায়গায় ফেন্সারের ফয়েল দিয়ে কাজটি করব। আমাদের সার্চ ইঞ্জিন এর পার্থক্যই আমাদের উত্থানে সাহায্য করবে। এবং এর মাধ্যমে ভলুনিয়া জনসাধারণের কাছে জনপ্রিয় হয়ে উঠবে।
(http://static.priyo.com/files/image/2011/11/23/massimo-marchiori.jpg)
এক সাক্ষাৎকারে মার্সিওরি বলেন,এই সার্চ ইঞ্জিনের মূল আইডিয়াটি এখনকার বিখ্যাত সার্চ ইঞ্জিনগুলোর যে ধারণায় চলছে তা থেকে খুব সাধারণ কিন্তু চিন্তাধারাটা সম্পূর্ণ আলাদা। "গুগল যদি ক্লাব ব্যবহার করে থাকে আমরা সেই জায়গায় ফেন্সারের ফয়েল দিয়ে কাজটি করব। আমাদের সার্চ ইঞ্জিন এর পার্থক্যই আমাদের উত্থানে সাহায্য করবে। এবং এর মাধ্যমে ভলুনিয়া জনসাধারণের কাছে জনপ্রিয় হয়ে উঠবে।
তথ্য সূত্র: পিসি ওয়ার্ল্ড
-
hmm...interesting!!!!
-
Nice and informative post..
-
The new search engine is the new creation of science and we hope this give us some valuable information. Interesting post.
-
ওকে
-
welcome........