Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Anuz on April 05, 2019, 11:07:48 PM

Title: টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যা বললেন নান্নু
Post by: Anuz on April 05, 2019, 11:07:48 PM
ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হতে দুই মাসও নেই। ফলে স্কোয়াড নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তাই টাইগারদের স্কোয়াড নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, অভিজ্ঞদের পাশাপাশি আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে ঠাই হবে সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের।

এছাড়াও ডিপিএলে যারা ভালো করছে, বোর্ডের নজর তাদের দিকেও আছে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচক প্যানেলের প্রধান। তবে দল নির্বাচনে তাড়াহুড়ো নয়। আরও কিছুটা সময় নিয়ে স্কোয়াড সাজাতে চান নান্নু।

বিসিবি প্রধান নির্বাচক বলেন, ডিপিএলে ও প্রিমিয়ার লিগে কিছু খেলোয়াড় ভাল করছে। সেভাবে আমরা কাজ করছি। আশা করি, আগামী সাত দিনের মধ্যে আমরা টিমটা প্রস্তুত করতে পারবো। বিশ্বকাপে অভিজ্ঞ প্লেয়ারদের মূল্যায়নটা বেশি হবে। কেননা ইংল্যান্ডের কন্ডিশন পুরোটা আলাদা। সেক্ষেত্রে অভিজ্ঞতা কাজে লাগে। সে চিন্তাভাবনা করে আমরা এগিয়ে যাচ্ছি।