Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: Sultan Mahmud Sujon on November 26, 2011, 04:35:25 PM

Title: ভারতের ভিসা যেভাবে প্রসেস করবেন (Online Application)
Post by: Sultan Mahmud Sujon on November 26, 2011, 04:35:25 PM
আমাদের মধ্যেই অনেকে নানা কারণে ভারত ভ্রমণে আগ্রহী। কিন্তু বর্তমান সময়ের নিয়ম অনুযায়ী কেউ ভারতে যেতে চাইলে অবশ্যই তাকে অনলাইনে ভিসা ফরম পূরণ করে একটি এপয়েন্টমেন্ট তারিখ অনুযায়ী ভিসা অফিসে যেতে হবে। এই নিয়ম অনুযায়ী প্রথমত আপনাকে www.ivacbd.com অর্থাৎ ভারতীয় ভিসা এপ্লিকেশনের সাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে। এই ফরমটি অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে পূরণ করা উচিত কারণ ভূলের কারণে ফরম বাতিল হতে পারে।

এখানকার উল্লেখযোগ্য বিষয় হলো পাসপোর্ট অনুযায়ী যাবতীয় তথ্যাবলী এবং কোন ধরণের ভিসা, কতদিনের ভিসা, কোন রুটে যাবেন, ইন্ডিয়ান একজন রেফারেন্স এবং হোটেলের তথ্য ইত্যাদি পূরণ করতে হয়। ফরমটি সঠিকভাবে পূরণ করার পর উপরে থাকা টেম্পোরারী আইডি নং টি অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং ফরম পূরণ হলে আপনাকে একটি ফাইল নং দেয়া হবে পরবর্তী প্রসেসিং যেমন ফাইল প্রিন্ট করার জন্য। এই কাজগুলো খুব সহজ কিন্তু আপনাকে সামান্য সমস্যায় পড়তে হবে এপয়েন্টমেন্ট তারিখ পেতে। কারণ সাধারণত চাইলেই এই তারিখ পাওয়া যায় না। আপনার সংরক্ষিত টেম্পোরারী আইডি নং, ফাইল নং এবং জন্ম তারিখ ব্যবহার করে বার বার চেষ্টা করতে হবে এপয়েন্টমেন্ট তারিখ পেতে। অবশেষে যখন তারিখ পাবেন তখন পূরণকৃত ফাইলটি প্রিন্ট অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উল্লেখিত তারিখে আপনাকে যেতে হবে ভিসা অফিসে এবং সুষ্ঠূভাবে অন্যান্য কাজগুলো করে নিলেই হতে পারে আপনার ভারতভ্রমণের সুযোগ। ধন্যবাদ সবাইকে।
Title: Re: ভারতের ভিসা যেভাবে প্রসেস করবেন (Online Application)
Post by: Arif on November 26, 2011, 06:00:35 PM
thanks
Title: Re: ভারতের ভিসা যেভাবে প্রসেস করবেন (Online Application)
Post by: Sultan Mahmud Sujon on November 26, 2011, 08:31:23 PM
 :)