একসময় বৃষ্টির স্পর্শে আবেগতাড়িত হত মন। এখন প্রায়ই শিশিরের কমল স্পর্শে স্পন্দিত হয় হৃদয়। তারপর ও শূন্যতা। কি যেন নেই, কার যেন স্পর্শের অভাব। কবেকার মনোহর মনে আজ হেমন্তের কুয়াশার চাদর। মরমর শব্দে হেমন্তের ঝরা পাতার সাথে প্রতিদিন আমার শরীর হেঁটে যায় গাছের মরণ পাতার সাথে হয় বন্ধুত্ব। তবুও কেই ফিরে নাহি চায়, দীর্ঘশ্বাস ফেলে এখনও চমকে তাঁকাই কারও অপেক্ষায়।
[/size]