Daffodil International University

General Category => Common Forum => Topic started by: Sultan Mahmud Sujon on November 27, 2011, 07:05:21 AM

Title: রাত জাগা পাখি
Post by: Sultan Mahmud Sujon on November 27, 2011, 07:05:21 AM
ঘুমন্ত চারিপাশ জেঁগে আমরা ‘ক’ জন…. দু’চোখে আশার জোঁয়ার এসেছে, সুখের নদীতে ভাঁটা পড়েছে- জেঁগে আছি শুধু রাতের পাখি হয়ে- যাচ্চি সুখ-দুঃখের গান গেয়ে| এই রাতে আকশের বিন্দু বিন্দু তারা…… বলছে….. ‘‘বিধু এই শর্বরীতে তুমি,এসো’গো গগন কোনে.. তোমারও পানে চাহিয়া রয়েছে, ‘ক’জন রাত জাঁগা পাখি’’ তুমি যদি গগন কোনে আসো… তবেই তাহারা মিলিবে আখিঁ| নতুবা……….. পাখীদের ফুরাবে আশা, কণ্ঠ হইতে হারাবে সকল ভাষা- গাহিবে কে গান………. ভরাবে কে মানুষের প্রাণ…….।