Daffodil International University
IT Help Desk => IT Forum => Topic started by: mehnaz on November 27, 2011, 10:50:09 AM
-
উইন্ডোজ সেভেন-এ DreamScene এনাবেল করার মাধ্যমে আপনি আপনার ভিডিও ফাইলগুলিকে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যাবহার করতে পারবেন। এটি একটি পোর্টবল সফটওয়ার তাই এর সাইজ অনেক কম, মাত্র ৬৪০কেবি। সফট্ওয়ার টি ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন এবং রান করুন।
Enable DreamScene –এ ক্লিক করুন। ব্যাস এ্যকটিভ হয়ে গেল আপনার উইন্ডোজ সেভেনে এর নতুন ফিচার। এখন থেকে যে কোন .wmv ফাইলে রাইট বাটন ক্লিক করলেই পেয়ে যাবেন ‘Set As Desktop Background’ অপশনটি। সেট করার পর আপনি চাইলে যে কোন সময় Desktop Background –টি play/puse করতে পারবেন।
‘Dream Scene’ ডাউনলোড করে নিতে পারেন নিচের সাইটগুলো থেকে।
http://browse.deviantart.com/customization/?q=dreamscene#
http://www.vistahd.org/
(collected)
-
Thanks for the information madam :)
-
Thanks but post it
use of pc
-
It works.
-
Thank you madam for the post.
It works....
Really a nice post.