Daffodil International University
		Faculty of Engineering => Textile Engineering => Topic started by: Reza. on April 21, 2019, 01:31:58 AM
		
			
			- 
				(স্কুল বাস - রিটার্ন ট্রিপ টু হোম।)
স্কুল ছুটি হলে আমাদের দুইটি স্কুল বাস - আমাদেরটি সবুজ ও অপরটি নীল - সোজা চলে আসতো ফার্মগেটে। সেখান থেকে নীল বাসটি মগবাজার - মালিবাগের দিকে চলে যেত। আর আমাদের সবুজ বাসটি আনন্দ সিনেমা হলের সামনে দিয়ে গ্রীন রোডে ঢুকে যেত। সেখানে কিছু স্টুডেন্টদের নামিয়ে দিয়ে ধানমন্ডি ৮ নাম্বার রোড দিয়ে মিরপুর রোডে ঢুকত। এর পর বাসটি সোবহানবাগ পর্যন্ত যেত। সেখানে আবার কিছু স্টুডেন্ট নামতো। এর মধ্যে ছিল আমার ক্লাসমেট ইস্তিয়াক, জাভেদ। সোবহানবাগ মসজিদের ওখানে ইউ টার্ন নিয়ে একেবারে আজিমপুর চলে যেত। পথে পড়ত ঢাকা কলেজ, নিউমার্কেট ইডেন কলেজ। 
এরপর আমাদের বাসটি আজিমপুর হয়ে পলাশী মোড় থেকে যেত এলিফেন্ট রোড। এলিফেন্ট রোডের মাথায় বাম পাশে ছিল বেশ কিছু চশমার দোকান।
এর পর আমাদের বাস যেত সিটি কলেজের সামনে দিয়ে - ধানমন্ডি ২ নাম্বার রোড ধরে। তৎকালীন বিডিআর গেটের সামনে মোড় নিয়ে জিগাতলা শংকর সব ছাড়িয়ে সাত মসজিদ রোড দিয়ে একেবারে মোহাম্মাদপুর। আসাদ এভিনিউ ধরে একটু আগানোর পরে পোস্ট অফিসের সামনে আমি নামতাম। 
আমাদের স্কুল ছুটি হত ঠিক ১২ টায়। আর আমি পোষ্ট অফিসের সামনে নেমে প্রায় প্রতিদিনই যোহরের আজান শুনতাম। অর্থাৎ এই আমাদের বিশাল স্কুল বাসের প্রায় অর্ধেক ঢাকা ঘুরে পথে পথে সবাইকে নামিয়ে আমার পৌছাতে সময় লাগতো মাত্র ৪৫ মিনিট।
			 
			
			- 
				Thanks for sharing