Daffodil International University
IT Help Desk => Use of PC => Topic started by: Sultan Mahmud Sujon on November 27, 2011, 04:26:44 PM
-
এবার মাইক্রোসফট ডাউনলোড ম্যানেজার ব্যাবহার করে দেখেন কেমন লাগে। আমি আপাতত মাইক্রোসফট ডাউনলোড ম্যানেজার ব্যাবহার করছি। এবং খুব ই মজা পেয়েছি। এবং অন্যান্য ডাউনলোড ম্যানেজারে থাকা প্রায় সকল ফিচার ই এটাতে বিদ্যমান। এটাতে আপনি আপনার ইচ্ছা মত যেকোন ডাউনলোড কে Pause করে রাখতে পারবেন এবং সেগুলি আবার Resume করতে পারবেন।
(http://s.techtunes.com.bd/tDrive/tuner/raselronee/98989/Microsoft-Download-Manager-e1307765569995.png)
http://www.microsoft.com/download/en/details.aspx?id=26214