Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on May 07, 2019, 12:09:24 AM
-
স্বর্গ থেকে নেমে এলো
স্বর্গের দেবী মোর,
তন্দ্রা নয়নে আধাঁর ভূবনে
ফুটিল কি ভোর?
ঐ ডাকে পাথী সব
জাগে উঠে ফুল-খুকী,
অরুন-বারুনে-
সমিরের উকিঁ-ঝুকিঁ।।
খোল খোল দ্বার
রাখিও না আর-বাহিরে দাঁড়িয়ে
সপ্ত রেনুকার বেনু-
এসেছে সে পা‘রিয়ে ।।