Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: syful_islam on May 12, 2019, 10:27:31 AM

Title: সিলিন্ডারে গ্যাস কতটুকু আছে জানার সহজ উপায়
Post by: syful_islam on May 12, 2019, 10:27:31 AM

  নয়া দিগন্ত অনলাইন ০৭ মে ২০১৯, ১২:৩৭

রান্নার গ্যাসের একটা সিলিন্ডার কতদিন চলতে পারে, সে সম্পর্কে মোটামুটি একটা ধারণা ব্যবহারকারীদের অনেকেরই আছে। কিন্তু যতই ধারণা থাকুন না কেন, একটা দুশ্চিন্তা কিন্তু বার বার ফিরে আসে... এই বুঝি গ্যাস ফুরিয়ে গেল!

রান্নাবান্না জোর কদমে চলছে, এরই মধ্যে হঠাৎ গ্যাস ফুরিয়ে গেলেই সর্বনাশ! কারণ, রান্না চলাকালীন এমনটা হলে ঝক্কি তো কম হয় না! কিন্তু সিলিন্ডারে আর কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে তা কী করে বুঝবেন?

অনেকেই এ ক্ষেত্রে এলপিজি সিলিন্ডার হাতে তুলে ধরে বা ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করেন যে, সিলিন্ডারে আর কতটুকু গ্যাস অবশিষ্ট রয়েছে। কিন্তু এ পদ্ধতিতেও অনুমানের উপরেই নির্ভর করতে হয়। নিশ্চিন্ত হওয়া যায় না। তবে একটা পদ্ধতি কাজে লাগিয়ে সহজেই বুঝে নেওয়া যায় যে, সিলিন্ডারে আর ঠিক কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে। আসুন জেনে নেয়া যাক সেই উপায়...

পদ্ধতি :
১. প্রথমে একটা ভিজে কাপড় দিয়ে এলপিজি সিলিন্ডারটিকে খুব ভালো করে মুছে নিতে হবে। খেয়াল রাখবেন, সিলিন্ডারের গায়ে যেন কোনো ধুলোর আস্তরণ জমে না থাকে।

২. সিলিন্ডার ভালো করে মোছা হয়ে গেলে ২-৩ মিনিট পর দেখবেন, সিলিন্ডারের কিছুটা অংশের ভিজে ভাব শুকিয়ে গিয়েছে আর বাকি অংশ তখনো ভিজে রয়েছে।

৩. সিলিন্ডারের যে অংশটা শুকোতে বেশি সময় নিচ্ছে, সেই অংশটুকুই রান্নার গ্যাসে ভরা রয়েছে। আর যে অংশটা তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে, সিলিন্ডারের সেই অংশটি খালি! কারণ, সিলিন্ডারের যে অংশে তরল রয়েছে, সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় কিছুটা হলেও কম হবে। তাই সিলিন্ডারের যে অংশে গ্যাস রয়েছে, সেই অংশটির তাপমাত্রা অপেক্ষাকৃত কম বলে শুকোতে বেশি সময় লাগে।

সুতরাং, ‘এই বুঝি গ্যাস ফুরিয়ে গেল’ ভেবে দুশ্চিন্তা করার আর প্রয়োজন নেই। সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে তা নিয়ে বিন্দুমাত্র সংশয় থাকলে এই পদ্ধতি কাজে লাগিয়ে নিজেই দেখে নিন। সূত্র : জি নিউজ
Title: Re: সিলিন্ডারে গ্যাস কতটুকু আছে জানার সহজ উপায়
Post by: Sharminte on May 15, 2019, 10:42:04 AM
nice
Title: Re: সিলিন্ডারে গ্যাস কতটুকু আছে জানার সহজ উপায়
Post by: Raihana Zannat on May 20, 2019, 10:35:38 AM
 :)
Title: Re: সিলিন্ডারে গ্যাস কতটুকু আছে জানার সহজ উপায়
Post by: tasnim.eee on June 19, 2019, 05:25:09 PM
Thanks for sharing.
Title: Re: সিলিন্ডারে গ্যাস কতটুকু আছে জানার সহজ উপায়
Post by: shirin.ns on June 23, 2019, 07:11:48 PM
Thanks for sharing
Title: Re: সিলিন্ডারে গ্যাস কতটুকু আছে জানার সহজ উপায়
Post by: refath on June 27, 2019, 01:28:27 PM
Thank you for sharing.
Title: Re: সিলিন্ডারে গ্যাস কতটুকু আছে জানার সহজ উপায়
Post by: Kazi Rezwan Hossain on June 30, 2019, 11:37:15 AM
Thanks for sharing
Title: Re: সিলিন্ডারে গ্যাস কতটুকু আছে জানার সহজ উপায়
Post by: nusratjahan on July 02, 2019, 03:09:44 PM
Nice