Daffodil International University

General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on May 13, 2019, 12:20:36 AM

Title: ভালবাসা-
Post by: Mohammad Nazrul Islam on May 13, 2019, 12:20:36 AM

ভালবাসা মানে-ই
আশার রচনা-
নিরন্তর চিত্তের
কামনা-বাসনা।।

ভালবাসা মানে-ই
নিথর মনের-
শিখা অনির্বান
যুগে যুগে বঞ্চিতদের
মুক্তির জয় গান।।

ভালবাসা মানে-ই
জীবনের মমার্থ
ইন্দ্রের দ্বার দেখা
দুর নিলিমার পরে-
সপ্ত রংঙ্গের রেখা।।

ভালবাসা মানে-ই
যুগল রাখী বন্দন
জীবনের পর-
ভবঘুরের ফিরে আসা,
চির শান্তির ঘর।।

ভালবাসা মানে-ই
শাহজাহানের ভাল লাগা
মমতাজের আহব্বান,
জীবন চলার পথে-
সমবেদনার গান।।

ভালবাসা মানে-ই
সূরার পেয়ালায়-
নূরজাহানের ছবি,
হৃদয়ের তরে চির বঞ্চিত
এক সম্রাট কবি।।

ভালবাসা মানে-ই
পিতার মমতা মাখা ডাক-
আনন্দে ভরা মুখ,
বোনের স্নেহ-ছায়-
মায়ের আচলেঁ মুছা মুখ।।

ভালবাসা মানে-ই
অসহায়ের সহায়,
চির শান্তির ডাক,
উদয়ের পথে-
অরুণ চঁক্র বাকঁ।।
Title: Re: ভালবাসা-
Post by: Md. Zakaria Khan on May 14, 2019, 11:11:55 AM
Excellent  poem