Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on May 16, 2019, 10:46:36 AM
-
মুহাম্মদ নাম যত জপি- ততই মধুর লাগে
নামে এতো মধু আছে, কে ? জানিত আগে।।
-ঐ নামের-ই, মধু রাহি-
আমার মন-ভ্রমরা বেড়ায় গাহি-
আমার ক্ষুধা তৃষ্ণা নাহি- ঐ নামের অনুরাগে।।
ঐ নাম আমার প্রিয়-ত-ম,
ঐ, নাম জপি ম-জ-নু সম-
ঐ, নামে পাপিয়া গাহে, প্রাণের-ই গোল-বাগে।।
ঐ- নামে, মোস্তফা রাহি -চাই না হতে, শাহেন-শাহী
নিত্য ঐ নাম ইয়া-ইলাহী, যেন হৃদয় মাঝে জাগে।।
-
Alhamdulillah
-
Nice Creation..............