Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Md. Nasim Howlader on May 20, 2019, 12:31:45 PM
-
ROCKET - রকেট·THURSDAY, SEPTEMBER 7, 2017
রকেট একাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি এবং সহজ একটি প্রক্রিয়া। বর্তমানে সকল গ্রামীনফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, ও টেলিটক গ্রাহকগণ রকেট একাউন্ট খুলতে পারবেন।
১. কিভাবে রকেট একাউন্ট খুলবেন?
আপনি নিজেই আপনার রকেট একাউন্ট খুলতে পারবেন:
ক) আপনার মোবাইল থেকে *৩২২# ডায়াল করুন,
খ) রিপ্লাই চেপে ১ লিখে OK করুন,
গ) রিপ্লাই চেপে আপনার পছন্দমত ৪ (চার) সংখ্যার গোপন পিন লিখে OK করুন।
ঘ) এরপর প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং আপনি একাউন্ট নাম্বারটি (চেক ডিজিটসহ) SMS এর মাধ্যমে জানতে পারবেন।
অর্থাৎ প্রাথমিক একাউন্ট খোলার পর্ব শেষ। এখন আপনি আপনার ১ কপি পাসপোর্ট সাইজ ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আপনার নিকটবর্তী রকেট এজেন্ট পয়েন্ট, ডিবিবিএল ফাস্ট ট্রাক, ডিবিবিএল ব্রাঞ্চ, রকেট অফিস অথবা ডিবিবিএল এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যেয়ে একটি একাউন্ট ওপেনিং ফরম (KYC) পুরন করুন এবং আপনার বৃদ্ধাঙ্গুলির ছাপ ও স্বাক্ষর দিয়ে জমা দিন। অনধিক ৩-৫ কার্য দিবসের মধ্যে আপনার একাউন্টটি অনুমোদনের SMS পাবেন।
মনে রাখবেন ১টি পরিচয়পত্রের বিপরীতে শুধুমাত্র ১টি রকেট একাউন্ট করা যায়।
এছাড়াও আপনার নিকটবর্তী রকেট এজেন্ট পয়েন্ট, ডিবিবিএল ফাস্ট ট্রাক, ডিবিবিএল ব্রাঞ্চ, রকেট অফিস অথবা ডিবিবিএল এজেন্ট ব্যাংকিং পয়েন্টেও রকেট একাউন্ট খুলতে পারবেন ।
২. রকেট একাউন্ট খুলতে কি কি প্রয়োজন?
রকেট একাউন্ট খুলতে আপনার গ্রামীনফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক সংযোগসহ মোবাইল ফোনটি সাথে রাখুন।
৩. রকেট একাউন্ট অনুমোদিত হতে কি কি প্রয়োজন?
ক) ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
খ) আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
প্রাথমিক ভাবে আপনার রকেট একাউন্টের মাধ্যমে “ক্যাশ ইন” সেবাটি ব্যবহার করতে পারবেন। তবে, একাউন্টটি অনুমোদিত হওয়ার SMS পাওয়ার পর আপনি “ক্যাশ আউট”, “টপ-আপ”, “সেন্ডমানি”, “পেমেন্ট” সহ রকেট-এর অন্যান্য সেবা সমূহ উপভোগ করতে পারবেন।
আপনার একাউন্টটি সম্পূর্ণভাবে সক্রিয় হওয়ার পর *৩২২# ডায়াল করে বছরের ৩৬৫ দিন রকেটের সেবা ব্যবহার করতে পারবেন। তবে আপনার পিন নম্বরটি সব সময় গোপন রাখুন।
**Sutro FB post
-
Thank you for such an informative article.