Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Tanvir Ahmed77 on November 27, 2011, 09:40:23 PM
-
বর্ষণ
হাসনাত
তুমি অনু-ঘটক আমার সৃজনে।
আমি শিকারী এক, মস্তিষ্কের জাল ফেলে, নানামুখী
ঘটনার জলাশয়ে তুলে আনি ভাবের নির্যাস, শব্দ-নন্দিত
খাঁচায় বন্ধী করি। যেদিকে যায় চোখ
বিনাশের জয়ে হৃদয় বেদনায় আতুড়, কেবল
আমার শব্দ-নন্দিত খাঁচা দেখি
চির নবীন, টলটলে পুর্ণ জীবন জলাশয় যেন,
দর্শনার্থী আসে, ডুব দেয় ভাবের গাঙে
তারাও বিনাশের থাবায় যায় হারিয়ে।
তবু, আমার অর্জন তৈরী থাকে
নবীনে, নিবেদনে…। কেউ পায় কিছু
কেউ যায় চলে অবহেলায় ঠেলে দিয়ে দুরে,
মলিনতা করে না স্পর্শ খাঁচার অবয়বে।
আজ রাতে আকাশ সেজেছে অনন্য সাজে
যেন তোমার এলোকেশে অবিন্যস্থ আন্দোলন
তার প্রতিটি অঙ্গে, চকিতে হাসির ঝিলিকে বিদ্যুৎ চমক, আমার
হৃদয় তোলপাড় করা উথাল পাতাল হাওয়া, একটানা বর্ষণ
সমস্ত প্রকৃতি উঠেছে জেগে জীবন উৎসবে।
জীবন রাঙানো এমনি রাতে
গড়ে ফেলতে পারি অবিনাশী শব্দ খাঁচা …
মুখ ফিরিয়ে থেকো না আর
জেগে উঠো প্রবল উম্মুক্ততায়
আমাদের হৃদয়ের ঘর্মাক্ত নির্যাসে বিনাশের বুকে
এঁকে দেই জীবনের জ্বলজ্বলে তিলক।