Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: thowhidul.hridoy on May 28, 2019, 02:06:04 PM
-
পানির নিচের সৌন্দর্য উপভোগের সুযোগ দিতে এবার সাবমেরিনও ভাড়া দেবে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ার উপকূলে দেখা মিলবে দুই আসনবিশিষ্ট আকারে ছোট সাবমেরিনটির। গাড়ি ও মোটরবাইকের মতোই উবার অ্যাপের সাহায্যে ভাড়া করা যাবে ব্যাটারিচালিত সাবমেরিনটি। ব্যবহারের জন্য জনপ্রতি গুনতে হবে এক হাজার ডলার। ১৮ জুন পর্যন্ত সেবাটি চালু থাকবে। :) :) :)