Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: shirin.ns on June 13, 2019, 01:10:18 PM
-
তৃষ্ণা ও ক্লান্তি দূর করতে গরমে বাইরে থেকে ফিরে অনেকেই ফ্রিজ খুলে বোতলের ঠাণ্ডা পানি সরাসরি পান করেন। চিকিৎসকদের মতে, এভাবে পানি পানে অনেক ধরনের সমস্যা হতে পারে। জেনে নিন:
• ঠাণ্ডা লাগা, সর্দি-কাশি জ্বর হতে পারে
• গলা ব্যথা, টনসিলে ইনফেকশন হয় অতিরিক্ত ঠাণ্ডা পানি পানে
• রক্তনালি সঙ্কুচিত হয়ে পড়ে। রক্ত সঞ্চালনে বাধা দেয়
• ঠাণ্ডা পানি লিভারে যাওয়ামাত্র তাপমাত্রার তারতম্য ঘটে
• হজমের সমস্যাও দেখা যায়
• পালস রেট কমিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।
শুধু ঠাণ্ডা পানিই নয়, যেকোনো ধরনের পানীয় বা খাবার ফিজ থেকে বের করে কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় রেখে তারপর খেতে হবে।
-
Thanks for advice.
-
Nice post.