Daffodil International University

Faculties and Departments => Allied Health Science => Topic started by: sarowar.ph on July 03, 2019, 12:17:20 AM

Title: মাইগ্রেনের ব্যথা? তেজপাতার চা পান করে দেখুন
Post by: sarowar.ph on July 03, 2019, 12:17:20 AM
সাধারণত খাবারের গন্ধ সুন্দর করার জন্য তেজপাতা ব্যবহার করা হয়। তবে জানেন কি মাথাব্যথা, বিশেষ করে মাইগ্রেনের ব্যথা কমাতে তেজপাতার চা খুব উপকারী।

তেজপাতার মধ্যে রয়েছে আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। খাবারের মধ্যে এই পাতার নিয়মিত ব্যবহার স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। তবে আপনি মাইগ্রেনের সমস্যায় ভুগলে তেজপাতার চা পান করে দেখতে পারেন।

মাইগ্রেনের ব্যথা কমাতে তেজপাতার চা তৈরি করার প্রণালি জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়ান মিলিয়্ন হেলথ টিপস।

উপাদান

১. তিনটি তেজপাতা

২. দুটি ছোট লেবু (কেটে নিতে হবে)

৩. ১৬ আউন্স পানি

যেভাবে তৈরি করবেন

১. একটি পাত্রের মধ্যে সব উপাদান নিয়ে সেদ্ধ করুন।

২. ১০ থেকে ১৫ মিনিট পরে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হতে দিন।

৩. এবার চা পান করুন। মাইগ্রেনের ব্যথা কমাতে নিয়মিত পান করতে পারেন তেজপাতার চা।
Title: Re: মাইগ্রেনের ব্যথা? তেজপাতার চা পান করে দেখুন
Post by: shirin.ns on July 07, 2019, 10:45:05 AM
Thanks for sharing.
Title: Re: মাইগ্রেনের ব্যথা? তেজপাতার চা পান করে দেখুন
Post by: nusrat.eee on July 14, 2019, 08:50:07 PM
Nice post.
Title: Re: মাইগ্রেনের ব্যথা? তেজপাতার চা পান করে দেখুন
Post by: Mahmud Arif on October 22, 2019, 08:50:27 PM
Thank you for sharing.  :)
Title: Re: মাইগ্রেনের ব্যথা? তেজপাতার চা পান করে দেখুন
Post by: Raisa on November 13, 2019, 12:18:13 PM
 :)