Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Namaj/Salat => Topic started by: abbas on July 03, 2019, 05:11:23 PM

Title: কী ধরণের নাম রাখা হারাম?
Post by: abbas on July 03, 2019, 05:11:23 PM
কয়েক ধরণের নাম রয়েছে যেগুলো দ্বারা কারো নাম রাখা হারাম। যেমন, আল্লাহ তায়ালার জাতি নাম ‘আল্লাহ’ ও গুনবাচক নাম ‘আর রহমান’ দিয়ে নাাম রাখা হারাম নাম সমূহের মধ্যে নিকৃষ্টতম।

আল্লাহ তায়ালার বিশেষ গুনবাচক নাম সমূহ যেমন, খালেক, কুদ্দুস, আল আহাদ, আস সামাদ, আল খালেক, আর রায়েক, আল জাব্বার, আল মুতাকাব্বির, আল আওয়াল, আল আখের, আল বাতেন, আল্লামুল গুয়ুব ইত্যাদি নাম রাখা হারাম।

এমন নাম রাখা যা একমাত্র আল্লাহ তায়ালার সাথেই প্রযোজ্য যেমন, মালিকুল মুলক, মুলতানুল সালাতিন, হাকিমুল হুক্কাম ইত্যাদি দ্বারা নাম রাখাও হারাম।

আল্লাহ তায়ালার নাম ছাড়া অন্য কারো নামের সাথে ‘আব্দ’ শব্দ যুক্ত করে নাম রাখা। যেমন, আব্দুল উজ্জা, আব্দুল কা’বা, আব্দুন নবী, ইত্যাদি নাাম রাখাও হারাম।

সূত্র: ফাতহুল বারী-১০/৫৮৮, ফাতাওযা শামী, ৫/ ২৬৮, ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬২