Daffodil International University
Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: mehnaz on November 30, 2011, 10:39:12 AM
-
শীতকালে বিশেষ কয়েকটি অ্যালার্জির বিশেষ প্রাদুর্ভাব দেখা যায় এবং সময়টি হাঁপানিসহ কয়েকটি রোগে আক্রান্তদের জন্য বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। শীতের সময় ফুলের রেণু, বিছানার ধুলাবালি ইত্যাদি থেকে অ্যালার্জি দেখা দিতে পারে। এ ছাড়া পারফিউম, পোষা প্রাণীর পশম থেকেও এর উৎপত্তি হতে পারে। সাধারণ ঠাণ্ডা লাগার সাথে অ্যালার্জির কিছুটা পার্থক্য রয়েছে। ঠাণ্ডা সাধারণত ১০ দিন থাকতে পারে, আর অ্যালার্জির স'ায়িত্ব কয়েক সপ্তাহ এমনকি মাসও হতে পারে। এতে সর্দি, কাশি, চোখ দিয়ে পানি পড়া, চুলকানি, ফুসকুড়ি ইত্যাদি দেখা যেতে পারে। শীতকালে ধুলা দেখা যায় সবচেয়ে বেশি এবং বিশেষ করে হাঁপানি রোগীদের ধুলা থেকে রক্ষা পেতে সবচেয়ে বেশি যত্নশীল হওয়া উচিত। ঘরের মেঝ, বালিশ, লেপ ইত্যাদিও ধুলামুক্ত রাখতে হবে।
সূত্র : টিএনএন। and DailyNayaDiganta
-
Cold allergy and dust allergy are very common in winter. Thanks for your post.
-
Useful post. Thank you for sharing.!
-
Really very much useful post......
Thanks a lot madam. :)
-
Thanks madam, this will help I believe.