Daffodil International University
Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: mehnaz on November 30, 2011, 10:42:47 AM
-
গাজর খুব পরিচিত একটি সবজি। এটি কাঁচা ও রান্না করে উভয়ভাবেই খাওয়া যায়। গাজরের গুণের কথা জেনে বা না জেনে কম বেশি আমরা সবাই খাই। গাজরকে প্রাকৃতিক ভিটামিন এবং নিউট্রিশনের স্বর্ণখনি বলা যায়। এতে যে পরিমাণ বিটা ক্যারোটিন আছে তা অন্য কোনো সবজিতে নেই।
বিটা ক্যারোটিন আমাদের শরীরে রূপান্তরিত হয়ে ভিটামিন ‘এ’ তে পরিণত হয় যা আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। শুধু তাই নয়, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বয়সের ছাপ পড়া থেকে ত্বককে রক্ষা করে। গাজরের হালুয়া কোষ্ঠকাঠিন্যও দূর করে থাকে। এ ছাড়াও এটি আমাদের দাঁত ও হাতকে শক্ত করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
Source: টিএনএন and dailynayadiganta
-
Thankyou for the informative post.
-
Nice and informative post. Thanks for sharing.
-
Very nice post madam.
Thanks for providing such important information.
-
Carrot helps to reduce the sunburn effct,give u healthy,fair skin complexn.
-
Very informative post. Carrot is a vegetable of great food value. It contains a lot of vitamin A. It is very good for Eye. It also reduce sunburn. And help to keep a beautiful skin.
-
very informative post
:)
-
good post...... :)
-
Thanks for all the replies. we should all take at least one carrot daily in our lunch or dinner as a supplementary of carotene's and vitamin-A.
-
Carrot is my favorite .
-
Thanks for your valuable post.
-
Thanks for the information. It is one of my favorite foods.
-
But excesive intake of carrorts can lead to d formation of gall stone
-
Good post carrot is very healthy food and remember to all that any excess cause damage. So, taken limited is better. Thanks
-
Thanks for all the replies and @ goon & rubel for pointing the bad effects.
-
Very informative post and really carrot is very helpful for health and its a sources of vitamin.
-
I just love carrot.
-
I loved primitive carrot, not that high breed one.