Daffodil International University

IT Help Desk => Use of PC => Topic started by: Sultan Mahmud Sujon on December 02, 2011, 09:02:11 PM

Title: অফিস ২০০৩ তে ওপেন করুন অফিস ২০০৭ এর ফাইল
Post by: Sultan Mahmud Sujon on December 02, 2011, 09:02:11 PM
আমরা সবাই জানি Microsoft Office 2003 এবং Microsoft Office 2007 এর ফাইল এর Extension ভিন্ন। Office 2003 এর ফাইল Extension হচ্ছে Doc, Xls, ppt। এবং Office 2007 এর ফাইল Extension হচ্ছে Docx, xlsx, pptx ইত্যাদি। যার কারনে Office 2003 তে Office 2007 এর ফাইল ওপেন করা যায় না। এ সমস্যা সমাধন এর জন্য মাইক্রোসফ্ট একটি ছোট compatibility pack ছেড়েছে যা Install করার পর আপনি Office 2003 এর মধ্যে Office 2007 এর ফাইল খুলতে এবং Office 2003 থেকে Office 2007 এর Extension এ ফাইল Save করতে পারবেন। কি ভাবে ওপেন করতে ও Save করতে হবে? প্রথমে ফাইল ক্লিক তারপর ওপেন ক্লিক তারপর ওপেন ডায়ালগ বক্সে এর নীচে Files of type থেকে All files(*.*) অথবা Word 2007 Document(*.docx) সিলেক্ট করে নির্দিষ্ট Folder থেকে প্রয়োজনীয় ফাইল সিলেক্ট করে ওপেন ক্লিক করতে হবে। Save করতে ঠিক একই ভাবে Save as ডায়ালগ বক্সে নীচের দিকে Save as type থেকে Word 2007 Document(*.docx) সিলেক্ট করে Save করতে হবে। compatibility pack Download করুন এই লিংক থেকে। http://www.microsoft.com/download/en/details.aspx?displaylang=en&id=3