Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: shirin.ns on July 15, 2019, 12:48:46 PM
-
প্রাথমিক পর্যায়ের বিষণ্নতা শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছেন বিজ্ঞানীরা। গ্রাহকের কন্ঠ শুনে তিনি বিষণ্ন কিনা তা জানাবে এই প্রযুক্তি।
বিশ্বের সবচেয়ে বিষণ্ন দেশগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে ভারত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডাব্লিউএইচও)-এর সামপ্রতিক প্রতিবেদন অনুসারে বিষণ্নতায় ভুগছেন দেশটির ৫.৬ কোটি নাগরিক। আর ৩.৮ কোটি নাগরিকের রয়েছে উদ্বেগ ব্যাধি বা অ্যাংজাইটি জিসঅর্ডার।
কণ্ঠ শুনে বিষণ্নতা শনাক্তকারী এআই বানিয়েছেন কানাডা’র ইউনিভার্সিটি অফ অ্যালবার্টার কম্পিউটার বিজ্ঞান গবেষক মাশুরা তাসনিম এবং অধ্যাপক ইলেনি স্ট্রোলিয়া। খবর বিডিনিউজের।
স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক ডেটা সেট ব্যবহার করে তাসনিম এবং স্ট্রোলিয়া একটি বিশ্লেষণ প্রক্রিয়া তৈরি করেছেন যেখানে বেশ কিছু মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। গ্রাহকের মুখের শব্দ বিশ্লেষণ করে আরও নিখুঁতভাবে বিষণ্নতা শনাক্ত করতে পারবে এই প্রযুক্তি। বাস্তবে এই প্রযুক্তি একটি অ্যাপে ব্যবহার করা যেতে পারে। মানুষ স্বাভাবিকভাবে কথা বলার সময় তা মজুদ করে তিনি বিষণ্ন কিনা তা শনাক্ত করা সম্ভব হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্ট্রোলিয়া বলেন, গ্রাহকের ফোনে চলা অ্যাপটি বিষণ্নতা, ওভার টাইমের মতো মনোভাব শনাক্তকারী লক্ষণগুলো পর্যবেক্ষণ করবে।
-
Thanks for sharing...