Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: mehnaz on December 03, 2011, 02:59:54 PM

Title: নিজস্ব ইমেইল ঠিকানা ছাড়াই মেইল করা
Post by: mehnaz on December 03, 2011, 02:59:54 PM
যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের প্রায় সকলেরই ইমেইল ঠিকানা রয়েছে। তারপরেও যাদের নিজস্ব কোন ইমেইল নেই বা বিশেষ কারণে ইমেইল খুলতে চাচ্ছেন না বা যাকে ইমেইল করবেন তাকে আপনার ইমেইল ঠিকানা দিতে চাচ্ছেন না এক্ষেত্রে আপনি ইমেইল না খুলেও ওয়েব সাইট থেকেও দ্রুত অন্যকে ইমেইল করতে পারবেন। এজন্য www.note2email.com সাইটে ঢুকে ফরমের Email Address এ প্রাপকের ইমেইল ঠিকানা, Title এ ইমেইলের বিষয়, Note এ মূল মেইল লিখে নিচের যেকোন একটি লগো নির্বাচন করে send it বাটনে ক্লিক করুন তাহলে সরাসরি প্রাপকের কাছে ইমেইল যাবে। এক্ষেত্রে প্রাপক এর কাছে প্রেরক হিসাবে note@note2email.com ঠিকানা দেখাবে। এছাড়াও এখানে নির্দিষ্ট কী ব্যবহার করে মেইল Encrypt করে পাঠানোর সুবিধা রয়েছে।
Title: Re: নিজস্ব ইমেইল ঠিকানা ছাড়াই মেইল করা
Post by: sumon_acce on December 05, 2011, 12:10:34 PM
Very interesting........
Title: Re: নিজস্ব ইমেইল ঠিকানা ছাড়াই মেইল করা
Post by: Sultan Mahmud Sujon on December 05, 2011, 03:15:53 PM
Good information
but post it Email Board