Daffodil International University

Science & Information Technology => Smartphone Application => Topic started by: Rubaiya Hafiz on July 31, 2019, 05:52:18 PM

Title: স্প্যাম কল রিসিভ করে ক্লান্ত? মুক্তি পান এই সহজ উপায়ে
Post by: Rubaiya Hafiz on July 31, 2019, 05:52:18 PM
হাজারো ব্যস্ততার মধ্যে হঠাৎ ফোন বেজে উঠল, আপনি সব কাজ ছেড়ে ফোনটি ধরলেন কিন্তু সে ফোনটি আসলে ধরার কোনও প্রয়োজনই ছিল, তখন মেজাজটা কেমন খারাপ হয় বলুন। দিনভর একাধিক স্প্যাম কল বিরক্ত করতে থাকে। কাস্টমার কেয়ার সার্ভিস, জীবনবিমা, ক্রেডিট কার্ড পরিষেবা ইত্যাদি প্রভৃতি নানা জায়গা থেকে ফোন আসে। যা সাধারণত কাজের থেকে অকাজেরই বেশি হয়। এর থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। জেনে নিন সহজ উপায়গুলি
সবচেয়ে জনপ্রিয় ও সহজ পদ্ধতি। ডু নট ডিসটার্ব সার্ভিস। কীভাবে অ্যাকটিভেট করবেন? খুব সহজ। ১৯০৯-এ ফোন করুন অথবা ‘START 0’ টাইপ করে একই নম্বরে এসএমএস পাঠান। ব্যস, আপনার কাজ শেষ। ভয়েস কল অথবা এসএমএস-এর কয়েক ঘণ্টা পরই স্প্যাম কল আসা বন্ধ হয়ে যাবে।
অবাঞ্ছিত কলটির নম্বর দেখে সেটিকে ব্লক লিস্টে ফেলে দিন। তাছাড়া ট্রু কলারের মতো কোনও অ্যাপ ব্যবহার করলে ফোন রিসিভ করার আগেই দেখিয়ে দেয় সেটি স্প্যাম কল কিনা। ফোন বাজলে কলটি কেটে নম্বরটি ব্লক করে দিলেই সমস্যা শেষ।
আপনার স্মার্টফোনেই রিপোর্ট স্প্যাম অপশনটি পাবেন। যদি কোনও নম্বর থেকে লাগাতার ফোন আসছে তবে সরকারের কাছে অনলাইনে অভিযোগও জানাতে পারেন।নানা অনলাইন সাইটে সার্ফিং করতে গেলে আপনার মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্টার করতে বলে। আপনিও নানা তথ্য পেতে তা করেও দেন। কিন্তু সমস্ত ওয়েবসাইটে মোবাইল নম্বর দেওয়া মানে নিজের বিপদই বাড়ানো। কারণ অনেক ওয়েবসাইটই স্প্যামারদের মোবাইল নম্বর বিক্রি করে।গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই একাধিক স্প্যাম কল ব্লকার অ্যাপ পাওয়া যাবে। সেটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। তাহলে আর অবাঞ্ছিত কল নিয়ে সমস্যায় পড়তে হবে না।